রানার ও ফস্টার পেমেন্টস’র মধ্যে চুক্তি সই

রানার ও ফস্টার পেমেন্টস’র মধ্যে চুক্তি সইরানার অটোমোবাইলস লিমিটেড এবং ফস্টার পেমেন্টস’র মধ্যে একটি দ্বিপাক্ষিক চুক্তি সই হয়েছে। এ চুক্তির আওতায় রানারের সব মোটরসাইকেল ও স্পেয়ার পার্টস ফস্টার পেমেন্টস’র অনলাইনের গেটওয়ের মাধ্যমে ক্রেতার কাছে দ্রুত পৌঁছে যাবে।

শনিবার রানার গ্রুপের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠান দুটির মধ্যে এ চুক্তি সই হয়। রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান এবং ফস্টার পেমেন্টস’র ব্যবস্থপনা পরিচালক জামান বাহাদুর খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে সই করেন। প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এখন থেকে ডেবিট এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে ক্রেতারা রানার মোটরসাইকেল কিনতে পারবেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- রানার অটোমোবাইলস্ লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর মুকেশ শর্মাসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

/এসএনএইচ/