‘বীমা খাতের উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা সবচেয়ে বেশি’





বিআইএফ এবং আইআরএফের মতবিনিময় সভাবীমা খাতের প্রয়োজনীতা সর্ম্পকে জনসচেতনতা বাড়ানোর ক্ষেত্রে গণমাধ্যম সবচেয়ে বেশি ভূমিকা পালন করতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের (বিআইএফ) প্রেসিডেন্ট বিএম ইউসুফ আলী। তিনি বলেন, জনগণের মধ্যে বীমা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির মাধ্যমেই এ খাতের বিদ্যামান সমস্যাগুলোর সমাধান করতে হবে। রবিবার রাজধানীর মতিঝিলে বিআইএফ কার্য্যলয়ে ইন্স্যুরেন্স রিপোর্টার্স ফোরাম (আইআরএফ) ও বিআইএফের মধ্যে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মতবিনিময় সভায় সভাপত্বি করেন আইআরএফ সভাপতি গোলাম সামদানী।
বিআইএফ প্রেসিডেন্ট ও পপুলার লাইফ ইন্সুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক বিএম ইউসুফ আলী বলেন, বীমা সম্পর্কে জনগণের মাঝে যত সচেতন বাড়বে ততই এ সেক্টরের উন্নয়ন হবে। তিনি বলেন, বীমা খাতের অতিরিক্ত ব্যবস্থাপনা ব্যয় মানে আত্মসাৎ নয়।
সভায় উপস্থিত ছিলেন, জনতা ইন্স্যুরেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ফজলুল হক খান, ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক একেএম শরিফুল ইসলাম, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক জাহিদ আনোয়ার খান, সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক মেজর (অব.) মুহাম্মদ মোসাদ্দিকুল হক, যমুনা লাইফ ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক বিকে মণ্ডল। আইআরএফ-এর সাধারণ সম্পাদক গাযী আনোয়ারুল হক, সহ-সভাপতি গোলাম মওলা, যুগ্ম-সাধারণ সম্পাদক এম এম মাসুদ, অর্থ-সম্পাদক রহিম শেখ, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহফুজুল ইসলাম, যুগান্তরের সিনিয়র রিপোর্টার মনির হোসেন, আমাদের সময়ের সিনিয়র রিপোর্টার আবু আলী প্রমুখ।
/জিএম/এমএনএইচ/