ডিসেম্বরে অনুষ্ঠিত হবে ‘হোমফেস্ট ঢাকা’

হোমফেস্ট ঢাকা ঘোষণা অনুষ্ঠানে অতিথিরাআগামী ডিসেম্বর মাসে দেশে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হবে তরুণ এবং উদীয়মান ডিজাইনারদের জন্যে ‘হোমফেস্ট ঢাকা’। আগামী ২ ডিসেম্বর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির (আইসিসিবি) গুলনকশায় অনুষ্ঠিত হবে দুইদিনব্যাপী এই আয়োজন।

সম্প্রতি ঢাকাতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় উইন্ডমিল এডভার্টাইজিং লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর সাব্বির রহমান তানিম।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের মূল আয়োজনের আগে দেশজুড়ে মাসব্যাপী 'ইন্টেরিয়র ডিজাইন কম্পিটিশন' আয়োজন করা হবে। সেরা ডিজাইন এবং সেরা দলের জন্যে থাকছে নগদ ছয় লাখ টাকা পুরস্কার। দুই ধাপের এই প্রতিযোগিতার প্রথম ধাপে আঠেরোজন ডিজাইনারকে বেছে নেওয়া হবে এবং তাদেরকে দ্বিতীয়ধাপে তিনটি দলে ভাগ করা হবে। প্রতিযোগিতার দ্বিতীয়ধাপ শুরু হওয়ার আগে মনোনীত প্রতিযোগীদের হোম ডেকোরের এক্সপার্ট এবং ব্র্যান্ড টিমের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রতিযোগিতার দ্বিতীয় ধাপে প্রত্যেক দলকে একটি সুর্নিদিষ্ট থিম ঠিক করতে হবে। যেখানে নিম্নলিখিত ছয়টি কক্ষ থাকা আবশ্যক- মাস্টার বেড, লিভিং রুম, ডাইনিং রুম, কিডস বেড, টয়লেট এবং কিচেন।

মূল আয়োজনে ফাইনালিস্টদের থিমভিত্তিক ফ্ল্যাট তৈরি করতে হবে। সেরা থিমের জন্যে থাকছে নগদ তিন লাখ টাকা পুরস্কার এবং প্রত্যেক সেরা কক্ষের জন্যে থাকছে নগদ পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।  

‘হোমফেস্ট ঢাকা-২০১৬'-এ অংশ নিতে এবং বিস্তারিত জানতে ভিজিট করুন:  www.homefestdhaka.com or www.facebook.com/homefestdhaka

/এসএনএইচ/