ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বাড়াতে সহায়তা দেবে জিই টেকনোলজি

গুএনংডং পাওয়ার ইঞ্জিনিয়ারিং নরসিংদী জেলার ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রের দক্ষতা ও উৎপাদন বাড়াতে গ্যাস টারবাইন সরবাহ করবে চীনা কোম্পানি গুএনংডং পাওয়ার ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড (জিই)। এ বিষয়ে কোম্পানিটির সঙ্গে একটি চুক্তি সই করেছে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (বিপিডিবি)। বুধবার কোম্পানিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ চুক্তির আওতায় ঘোড়াশাল পাওয়ার প্ল্যান্টের ৪ নম্বর ইউনিটকে পূনঃক্ষমতায়ন করা হবে।

জানা যায়, ২০১৮ সালের মধ্যে বাংলাদেশ সরকারের প্রায় ১২ গিগাওয়াট জেনারেশন সম্প্রসারণ পরিকল্পনার অংশ হিসেবে ঘোড়াশাল পাওয়ার প্ল্যান্টের পূনঃক্ষমতায়ন করা হচ্ছে। ফলে ২০০ মেগাওয়াট ‘ক্লিন এনার্জি’ বা দূষণমূক্ত বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি পাবে এবং পাওয়ার প্ল্যান্টের কার্যকারিতা ২০ শতাংশ বৃদ্ধি পাবে। যা জাতীয় গ্রিডে ৪শ’ মেগাওয়াট ‘ক্লিন এনার্জি’ বা দূষণমূক্ত বিদ্যুৎ সরবরাহ করবে।

প্রকল্পের অংশ হিসেবে, ঘোড়াশালে ইউনিট-৪ এর বিদ্যমান গ্যাস ফায়ার্ড বয়লারের স্থলে অ্যাডভান্সড গ্যাস পাথ (এজিপি) প্রযুক্তিসম্পন্ন জিই-এর উন্নত ৯এফ.০৩ এজিপি গ্যাস টারবাইন প্রতিস্থাপিত হবে। এতে থাকছে ইন্সটলেশনের জন্য অ্যাডভাইজরি সার্ভিস, পারফরমেন্স টেস্টিং এবং বিক্রয়োত্তর সেবা থাকাকালীন দু’বছরের অপারেশনাল স্পেয়ারস। এই পূনঃক্ষমতায়ন পাওয়ার প্ল্যান্টের মোট মেয়াদের সাথে আরও ২৫ যোগ করবে, এর দক্ষতা ৩১-৫৩ শতাংশ বাড়াবে। যা উৎপাদন ক্ষমতা ১৭০ মেগাওয়াট থেকে বাড়িয়ে ৪০৯ মেগাওয়াটে উন্নীত করবে।

/এসএনএইচ/