হাজার কোটি টাকায় ২শ’ রেল কোচ সংগ্রহ করবে সরকার

একনেক সভা (ফাইল ছবি)বাংলাদেশ রেলওয়ের জন্য প্রায় এক হাজার কোটি টাকা ব্যয়ে ২শ’টি এমজি যাত্রীবাহী রেল কোচ সংগ্রহ করবে সরকার। মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ বিষয়ে একটি প্রকল্প অনুমোদন করা হয়েছে।

সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, আজকের সভায় ৩ হাজার ৪৮৮ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে ৮টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

একনেক সভায় অনুমোদিত প্রকল্পসমূহ হচ্ছে- ১ হাজার ৩৯৯ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে রুরাল ইলেকট্রিফিকেশন আপগ্রেডেশন  প্রজেক্ট (রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগ) (৩য় সংশোধন প্রস্তাব) প্রকল্প, ৯২৭ কোটি ৫২ লাখ টাকা ব্যয়ে বাংলাদেশ রেলওয়ের জন্য ২শ’টি এমজি যাত্রীবাহী কোচ সংগ্রহ প্রকল্প, ৩১৬ কোটি ২ লাখ টাকা ব্যয়ে শ্যামগঞ্জ-জারিয়া-বিরিশিরি-দূর্গাপুর জেলা মহাসড়ককে জাতীয় মহাসড়কমানে উন্নয়ন প্রকল্প, ৯৬ কোটি ২২ লাখ টাকা ব্যয়ে ঢাকার আজিমপুরে জুডিসিয়াল কর্মকর্তাদের জন্য আবাসিক ভবন নির্মাণ প্রকল্প, ৫৮৪ কোটি ৪৬ লাখ টাকা ব্যয়ে পটুয়াখালী মেডিক্যাল কলেজ ও হাসপাতাল স্থাপন প্রকল্প, ৫৯ কোটি ৬ লাখ টাকা ব্যয়ে সুরেশ্বর খাল পুনঃখনন ও নিস্কাশন প্রকল্প, ৫৪ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলাধীন সোনাহাট ব্রীজের সন্নিকটে ভুরুঙ্গামারী-মাদারগঞ্জ সড়ক পথকে দুধকুমার নদীর ভাঙ্গন হতে রক্ষা এবং কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার গুনাইগাছ হতে বজরা সিনিয়র মাদ্রাসা পর্যন্ত তিস্তা নদীর বাম তীর সংরক্ষণ (২য় সংশোধিত) প্রকল্প এবং ৫০ কোটি ২৯ লাখ টাকা ব্যয়ে ঢাকা সেনানিবাসে অবস্থিত প্রয়াস এর উন্নয়ন ও সম্প্রসারণ (২য় পর্যায়) প্রকল্প।

/এসআই/এসএনএইচ/