ভারত থেকে পাইপ লাইনে জ্বালানি আমদানি হবে: নসরুল হামিদ

নসরুল হামিদভারত থেকে পাইপ লাইনের মাধ্যমে জ্বালানি তেল আমদানি করবে বাংলাদেশ। এ জন্য ভারত পাইপ লাইন নির্মাণ করবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, ‘আমদানি করা জ্বালানির দাম আন্তর্জাতিক বাজার দর অনুযায়ী নির্ধারণ করা হবে। এ জন্য একটি প্রিমিয়াম নির্ধারণ করবে। যা দুই দেশের সরকার আলোচনার মাধ্যমে নির্ধারণ করবে।’

রবিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সম্প্রতি ভারত সফর শেষে দেশে ফিরে বিভিন্ন বিষয় অবহিত করতে ওই সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।

নসরুল হামিদ বলেন, ‘ভারতের বিদ্যুৎ, জ্বালানি ও কয়লামন্ত্রীদের সঙ্গে আমার আলোচনা হয়েছে। তারা জানিয়েছে বাংলাদেশেও অনেক উন্নতমানের কয়লা রয়েছে। আমরা যদি তা উত্তোলন করতে পারি, তবে ভারত সেটা কিনবে।’

তিনি আরও বলেন, ‘ভারতে যেন বাংলাদেশের ব্যবসায়ীরা এলপিজি গ্যাসের ব্যবসা করতে পারে সে বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া ভারত বাংলাদেশে এলএনজি টার্মিনাল নির্মাণের আগ্রহ প্রকাশ করেছে।’

/এসআই/এসএনএইচ/টিএন/