ইআরপি সফটওয়্যার সেবা দিচ্ছে ‘প্রাইডসিস আইটি’

প্রাইডসিস আইটির কর্মকর্তারাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিকল্পনা এবং পরিচালনামূলক সফটওয়্যার ইআরপি সেবা দিচ্ছে প্রাইডসিস আইটি লিমিটেড কোম্পানি। সম্পূর্ণ দেশীয় মেধা ব্যাবহার করে এ কম্পলেক্স সিস্টেম সলিউশন তৈরি করেছে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রাইডসিস আইটির কর্মকর্তারাবিজ্ঞপ্তিতে জানানো হয়, একসময় বাংলাদেশের স্থানীয় এবং বহুজাতিক প্রতিষ্ঠানগুলো বিদেশি সফটওয়্যার ব্যবহার করতে বাধ্য ছিল। দেশীয় সফটওয়্যারের প্রতি তাদের আস্থা কম ছিল, কিন্তু ‘প্রাইডসিস’ ইআরপি সার্ভিস দিয়ে সে আস্থা তৈরির চেষ্টা করছে। এরই মধ্যে ‘প্রাইডসিস’ বাংলাদেশের ইআরপি সেক্টরে সাফল্য পেয়েছে। বাংলাদেশে পোশাক  প্রস্তুতকারক প্রতিষ্ঠান মাহমুদ গ্রুপের ১০টি কোম্পানিতে ইআরপি সেবা দিচ্ছে প্রাইডসিসি। যা স্থানীয় সফটওয়্যার কোম্পানিদের মধ্যে সেরা সাফল্য। এছাড়া টেলিটক ও ডাইসিস ক্যামিকেলও প্রাইডসিসে ইআরপি সফটওয়্যার ব্যবহার করছে।

/এসএনএইচ/