আফ্রিকাবাসীর দৃষ্টি কেড়েছে ওয়ালটন পণ্য

নাইজেরিয়ায় বাণিজ্য মেলায় ওয়ালটনের প্যাভিলিয়ননাইজেরিয়ার লাগোস আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আফ্রিকাবাসীর দৃষ্টি কেড়েছে বাংলাদেশি ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটনের পণ্য। মেলায় আগত ব্যবসায়ী, সাধারণ ক্রেতা থেকে শুরু করে গণমাধ্যমগুলোর দৃষ্টি এখন ওয়ালটন প্যাভিলিয়নে। দামে সাশ্রয়ী গুণগত উচ্চমানের ওয়ালটন পণ্যের প্রতি আস্থাশীল আফ্রিকাবাসী।

নাইজেরিয়ার অন্যতম বাণিজ্যিক ও শিল্পনগরী লাগোসে গত ৪ নভেম্বর শুরু হয়েছে আফ্রিকা মহাদেশের সর্ববৃহৎ এই আন্তর্জাতিক বাণিজ্য মেলা। মেলায় অংশ নিয়েছে বাংলাদেশের শীর্ষ ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস প্রস্তুতকারি প্রতিষ্ঠান ওয়ালটন। বাংলাদেশি কোনও কোম্পানি হিসেবে ওয়ালটনই প্রথমবারের মতো অংশ নিয়েছে আফ্রিকা অঞ্চলের এই সর্ববৃহৎ মেলায়। ‘মেইড ইন বাংলাদেশ’ খ্যাত বিশ্বমানের প্রযুক্তি পণ্য আফ্রিকার বাজারে তুলে ধরেছে দেশের ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন। যা ইতোমধ্যে আন্তর্জাতিক এই মেলার অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে।

জানা গেছে, লাগোসে আকাশ, নৌ ও স্থলে পথে সহজ যাতায়াত ব্যবস্থা থাকায় আফ্রিকা মহাদেশের উন্নয়নশীল দেশগুলোর বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি বিশ্বের বিভিন্ন খাতের শীর্ষ ব্র্যান্ডগুলো এই মেলায় অংশ নিচ্ছে। আফ্রিকা মহাদেশসহ বিশ্বের অন্যান্য দেশ থেকে প্রতিদিন প্রায় ৫ লাখ ক্রেতা-দর্শণার্থীর সমাগম হয় এই মেলায়। বাংলাদেশ থেকে একমাত্র অংশগ্রহণকারী প্রতিষ্ঠান ওয়ালটন।

মেলায় ১০০ বর্গমিটার জায়গা জুড়ে স্থাপন করা হয়েছে সুদৃশ্য ওয়ালটন প্যাভিলিয়ন। যেখানে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি ওয়ালটন ব্র্যান্ডের রেফ্রিজারেটর, এলইডি টিভি, ল্যাপটপ, ব্লেন্ডার, ইনডাকসন কুকার, এলইডি বাল্ব, মোবাইল ফোনসহ অন্যান্য হোম ও ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস প্রদর্শন করা হচ্ছে।

ওয়ালটন গ্রুপের পরিচালক এসএম মাহবুবুল আলম খালিদ বলেন, ‘বাংলাদেশের বাজারে গ্রাহকপ্রিয়তার শীর্ষে ওয়ালটন। ওয়ালটনের বর্তমান লক্ষ্য আন্তর্জাতিক বাজারেও অন্যতম শীর্ষস্থান অর্জন। লক্ষ্য পূরণে ওয়ালটন ইতোমধ্যে সফলতা অর্জন করেছে। বাজার সম্প্রসারণ কার্যক্রম অব্যাহত রয়েছে।’

তিনি আরও বলেন, ‘চলতি বছরের এপ্রিলে চীনে অনুষ্ঠিত বিশ্বের বৃহত্তম ক্যানটন ফেয়ারে ওয়ালটন পণ্যের উচ্চ গুণগতমান ও ফিনিশিং বিদেশি ক্রেতাদের আকৃষ্ট করেছে। এছাড়াও, ভুটানে অনুষ্ঠিত সার্ক সার্ক ট্রেড ফেয়ারে বিদেশি ক্রেতাদের দৃষ্টি কেড়েছিল ওয়ালটন পণ্য। সার্বিক বিবেচনায় আন্তর্জাতিকবাজারে শিগগিরই ওয়ালটনের  শক্তিশালী অবস্থান তৈরি হবে।’

ওয়ালটন পণ্যের আমদানিকারক নুনে ডেভিড বলেন, ‘নাইজেরিয়াতে ওয়ালটন পণ্যের প্রবেশ আফ্রিকার ইলেকট্রনিক্স পণ্যের বাজারের জন্য এক বিশাল উন্নয়ন। সর্বাধুনিক প্রযুক্তি, সাশ্রয়ী মূল্য ও বিশ্বমানসম্পন্ন হওয়ায় নাইজেরিয়ার ক্রেতাদের কাছে ওয়ালটন পণ্যের ভালো গ্রহণযোগ্যতা রয়েছে। আর এই মেলায় অংশগ্রহণের ফলে নাইজেরিয়াতে ওয়ালটন বাজার বাড়বে। সেইসঙ্গে বাংলাদেশ ও নাইজেরিয়ার মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্য আরো সুসংহত হবে।’

মেলায় ওয়ালটন প্যাভিলিয়নে নাইজেরিয়াতে বসবাসরত বাংলাদেশি প্রবাসী ব্যবসায়ী এবং আশা মাইক্রো ফাইন্যান্স ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুল হক ভূঁইয়া বলেন, ‘ওয়ালটনকে এই মেলায় দেখে আমি খুবই গর্ববোধ করছি। বিশ্ব মানসম্পন্ন এবং দামে সাশ্রয়ী হওয়ায় ওয়ালটন পণ্য পূর্ব আফ্রিকার বাজারে খুব ভালো সাড়া পাবে।’

/এসএনএইচ/