এ বছর ৩৩ টাকা কেজি দরে চাল কিনবে সরকার

চাল (ফাইল ছবি)
এ বছর ৩৩ টাকা কেজি দরে আমন চাল কেনা হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। গত বছর এ চালের মূল্য ছিল ৩১ টাকা কেজি। ১ ডিসেম্বর থেকে চাল সংগ্রহ শুরু হবে। চলবে আগামী ১৫ মার্চ পর্যন্ত। এবার তিন লাখ মেট্রিকটন চাল সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

আজ রবিবার সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সরকারের খাদ্য পরিকল্পনা, পরিধারণ ও মূল্যায়ণ সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে খাদ্যমন্ত্রী অ্যাড. কামরুল ইসলাম সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান।

তিনি আরও জানান, এখনও পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে সেসব হাসকিং মিলগুলো আধুনিক রাইস মিলে রুপান্তরিত হয়নি সেসব মিল থেকেও এ বছর শেষবারের মতো আমন চাল সংগ্রহ করা হবে। তবে আগামী বোরো মৌসুমে এসব হাসকিং মিল থেকে কোনও চাল সংগ্রহ করা হবে না।

মন্ত্রী বলেন, হাসকিং মিলগুলোকে অটোমেটিক মিলে পরিণত করতে ২০১৪ সাল থেকে  ২০১৬ সাল পর্যন্ত বেশ কয়েকবার সময় দেওয়া হয়েছে। এতো সময় দেওয়া পরও এখনও বেশকিছু হাসকিং মিল অটোমেটিক মিলে পরিণত হয়নি।

তিনি আরও জানান, এ বছর প্রতি কেজি আমন ধান উৎপাদনে ব্যয় হয়েছে ২৯ টাকা। উৎপাদন ব্যয় বাড়ার কারণে এবার দাম বাড়িয়ে ৩৩ টাকা কেজি দরে চাল কেনা হবে।

খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল   ‍মুহিত, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা।

/এসআই/বিটি/