বুধবার জাতীয় আয়কর দিবস





kobid_46002836650540f1aa8e063.08589503.jpg_xlargeআগামীকাল বুধবার (৩০ নভেম্বর) জাতীয় আয়কর দিবস। এ দিবস উপলক্ষ্যে এদিন সকাল ৭টায় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর থেকে বর্ণাঢ্য র্যা লি বের হবে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত র্যা লিতে নেতৃত্ব দেবেন। এনবিআর সূত্রে এই তথ্য জানা গেছে।



রিটার্ন জমা দেওয়ার শেষ দিন ৩০ সেপ্টেম্বরের পরিবর্তে এবার ৩০ নভেম্বর করা হয়েছে। আর এ দিনটিকেই জাতীয় আয়কর দিবস হিসেবে নির্ধারণ করা হয়েছে।
এদিকে এনবিআর থেকে জানানো হয়েছে- মঙ্গলবার সারারাত রিটার্ন জমা দেওয়ার সুযোগ পাচ্ছেন করদাতারা। অপরদিকে বুধবার শেষ হচ্ছে আয়কর সপ্তাহ। গত ২৪ নভেম্বর শুরু হওয়া আয়কর সপ্তাহ প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত রিটার্ন জমা দেওয়ার সুযোগ রয়েছে করদাতাদের। এ উপলক্ষে ব্যাংক সেবাও মিলছে রাত ৮টা পর্যন্ত।
জানা গেছে, কর সপ্তাহেও করদাতারা করমেলায় মতো সেবা পেয়েছেন। এনবিআরের আয়োজনে সারাদেশের ৬৪৯টি সার্কেল অফিসে চলছে আয়কর সপ্তাহ। করদাতাদের সেবা দেওয়ার লক্ষ্য নিয়ে প্রথমবারের মতো আয়োজিত আয়কর সপ্তাহের ৬ষ্ঠ দিনে রাজধানীর করাঞ্চলগুলোতে দেখা গেছে সর্বত্র করদাতাদের ভিড়।
কর কার্যালয়ে কর মেলার ন্যায় সেবা পেয়ে বেজায় খুশি করদাতারা। কর সপ্তাহ উপলক্ষে কর কার্যালয়ে এখন কর মেলার আমেজ বিরাজ করছে। করাঞ্চল-২ এর কর কমিশনার কানন কুমার রায় জানিয়েছেন, কর সপ্তাহ উপলক্ষে বাড়তি সেবা দেওয়া হচ্ছে করদাতাদের। এ কারণে তারা কর কার্যালয়ে ভিড় জমাচ্ছেন।
তিনি বলেন, সহজে আয়কর ফরম পূরণ, রিটার্ন জমা ও প্রাপ্তি রসিদ নেওয়ার ক্ষেত্রে সহায়তা দিতে যেসব বুথ চালু করা হয়েছে, সেখানে করদাতারা বেশ ভিড় করেছেন।
/জিএম/এআর/