ফের কমছে স্বর্ণের দাম

স্বর্ণআগামীকাল বুধবার থেকে দেশের বাজারে ফের কমছে স্বর্ণের দাম। আন্তর্জাতিক বাজারে অব্যাহত দরপতনের কারণে ভরিপ্রতি সর্বোচ্চ ১ হাজার ১৬৭ টাকা পর্যন্ত কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। মঙ্গলবার বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনটির কার্যনির্বাহী কমিটি সদস্যদের সর্বসম্মত মতামতের ভিত্তিতে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সর্বশেষ গত ২১ নভেম্বর ভরিতে স্বর্ণের দাম সর্বোচ্চ ৯৯২ টাকা কমানো হয়েছিল।
নতুন মূল্য অনুযায়ী, বুধবার থেকে সবচেয়ে ভাল মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ৪৪ হাজার ৭৯০ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ৪২ হাজার ৬৯০ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম পড়বে ৩৭ হাজার ৩৩ টাকা।
বাজুসের তথ্য অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম কমেছে ১ হাজার ১০৮ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরিতে কমছে ১ হাজার ১৬৭ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরিতে দাম কমছে ৮৭৫ টাকা কমেছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম হবে ২৪ হাজার ২৮ টাকা। বর্তমানে এই মানের স্বর্ণের বর্তমান দাম ২৫ হাজার ১৯ টাকা।

/জিএম/এমও/