ব্রেক্সিটের পরেও যুক্তরাজ্যে শুল্কমুক্ত সুবিধা অব্যাহত থাকবে

তোফায়েল আহমেদ ও রুশনারা আলীব্রেক্সিট (ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়া)-এর পরেও যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্পমুক্ত সুবিধা থাকবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। অন্যদিকে বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাজ্যের সাংসদ ও ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ বিষয়ক বাণিজ্য দূত রুশনারা আলী বলেছেন, বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে যেসব বাঁধা আছে তা চিহ্নিত করে সমাধানের মাধ্যমে সব ধরনের বিনিয়োগে সহযোগিতা অব্যাহত থাকবে।
আজ বুধবার (২১ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেক ও রুশনারা আলীর সৌজন্য সাক্ষাতের পর তারা দু’জন এসব কথা বলেন।
সাক্ষাতের পর বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশের তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক বাজার যুক্তরাজ্য। দেশটিতে বাংলাদেশের প্রায় দু’শটি কোম্পানি কাজ করে। ব্রেক্সিটের মাধ্যমে ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে গেলেও দেশটিতে সব বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকার থাকবে। সেটা সব সময়ই অব্যাহত থাকবে।’
বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ‘যুক্তরাজ্যে আমাদের অনেক পণ্য শুল্কমুক্ত সুবিধা পেয়ে থাকে। তারা আমাদের দেশে বিনিয়োগও করছে। বেক্সিটের প্রভাব আমাদের দেশের অর্থনীতিতে পড়বে না।’
তোফায়েল আহমেদ বলেন, ‘বাংলাদেশে বর্তমানে বিনিয়োগের চমৎকার পরিবেশ বিরাজ করছে। বিদেশিরা আমাদের দেশে বিনিয়োগ করছে। তাদের সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত সরকার। বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগে বিদেশিদের সহযোগিতা করা হবে।’
সৌজন্য সাক্ষাতের পার রুশনারা আলী সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশের অগ্রগতি চোখে পড়ার মতো। তবে সেই অগ্রগতি আরও বেশি হতে পারত। স্বাস্থ্য ও শিক্ষা খাতে বাংলাদেশে অনেক উন্নয়ন হয়েছে। ব্যবসা-বাণিজ্যেও বেশ অগ্রগতি রয়েছে। দারিদ্র্যও কমে গেছে।’
ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ বিষয়ক বাণিজ্য দূত আরও বলেন, ‘বাংলাদেশে বিনিয়োগে কী কী বাঁধা আছে, সেগুলো খুঁজে বের করে তা সমাধানে কাজ করতে হবে।’ বাংলাদেশে বিনিয়োগের সর্বোচ্চ পরিবেশ নিশ্চিত করার কথাও বলেন রুশনারা আলী।

/এসএমএ/টিআর/