ইসলামী ব্যাংকে আরও দুই স্বতন্ত্র পরিচালকের অনুমোদন

ইসলামী ব্যাংক বাংলাদেশইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে নিয়োগ পেয়েছেন আরও দুই জন নতুন স্বতন্ত্র পরিচালক। আজ রবিবার (১৫ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংক তাদের নিয়োগের অনুমোদন দিয়েছে। বাংলাদেশ ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।
ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে নিয়োগ পাওয়া নতুন দুই স্বতন্ত্র পরিচালক হলেন— ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও আন্তর্জাতিক ব্যবসা বিভাগের অধ্যাপক ড. কামাল উদ্দিন এবং একই বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. নাজমুল হাসান।
এর আগে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনও (এসইসি) এই দুই জনকে অনুমোদন দিয়েছে। আর ৫ জানুয়ারি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ তাদের নিয়োগ অনুমোদন দেয়।
এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ইসলামী ব্যাংক থেকে ওই দু’জনের নিয়োগের জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমোদন চাওয়া হয়েছিল। আমরা নিয়ম অনুযায়ী তাদেরকে অনুমোদন দিয়েছি।’
নতুন দু’জনকে নিয়ে ইসলামী ব্যাংকে স্বতন্ত্র পরিচালকের সংখ্যা দাঁড়িয়েছে নয় জনে। এর বাইরে আরও নয় জন রয়েছেন শেয়ারহোল্ডার পরিচালক। আগে সব মিলিয়ে পরিচালকের সংখ্যা নয় থেকে ১১ জনের মধ্যে সীমিত থাকলেও এখন ব্যাংকটিতে বর্তমানে পরিচালনা পর্ষদে পরিচালক রয়েছেন ১৮ জন।
উল্লেখ্য, প্রচলিত নিয়ম অনুযায়ী ব্যাংকে সর্বনিম্ন দু’জন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়ার বিধান রয়েছে। তবে এই পদে সর্বোচ্চ কতজনকে নিয়োগ দেওয়া যাবে, সে বিষয়ে কোনও বাধ্যবাধকতা নেই।

আরও পড়ুন-

রাজধানীতে শুরু হচ্ছে তৈরি পোশাক শিল্প পণ্যের তিনটি আন্তর্জাতিক প্রদর্শনী

ইসলামী ব্যাংকের ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত



/জিএম/