কুয়ালা লামপুরে ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স

ইউএস-বাংলা এয়ারলাইন্স

এবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালা লামপুরে ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। আগামী ১ মার্চ থেকে বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফটের মাধ্যমে এই রুটে ফ্লাইট পরিচালনা করবে সংস্থাটি। সোমবার (২৩ জানুয়ারি) সংস্থাটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিকভাবে শুক্র ও শনিবার ছাড়া সপ্তাহের বাকি পাঁচ দিন ঢাকা থেকে কুয়ালা লামপুর রুটে ফ্লাইট পরিচালিত হবে। ঢাকা-কুয়ালা লামপুর রুটে ওয়ান ওয়ের জন্য সর্বনিম্ন ভাড়া ১৮ হাজার ১২২ টাকা এবং ফেরার পথের ভাড়া ২৫ হাজার ১২০ টাকা নির্ধারণ করা হয়েছে। ভাড়ার সঙ্গে সব ধরনের ট্যাক্স ও সারচার্জ অন্তর্ভুক্ত থাকবে।
এতে বলা হয়, বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফটে ৮টি বিজনেস ক্লাস এবং ১৫৬টি ইকোনমি ক্লাস এর আসন ব্যবস্থা রয়েছে।
এছাড়াও স্বল্প সময়ের মধ্যে সিঙ্গাপুর, দোহা, গুয়াংজু রুটেও ফ্লাইট পরিচালনা শুরু করবে ইউএস-বাংলা এয়ারলাইন্স। আর আগামী ফেব্রুয়ারি মাসে আরও একটি বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট ইউএস-বাংলা এয়ালাইনসের বিমান বহরে যুক্ত হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

/টিএন/