মুদ্রানীতি: বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ১৭ শতাংশ হলে বিনিয়োগ সহায়ক হতো

এফবিসিসিআই’র সংবাদ সম্মেলনবেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি ১৭ শতাংশ করা হলে মুদ্রানীতি আরও বিনিয়োগ সহায়ক হতো বলে মনে করে দি ফেডারেশন অব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই)। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি আবদুল মাতলুব আহমাদ এ কথা জানান।

মাতলুব আহমাদ বলেন, ‘দেশে বিপুল পরিমাণ কালো টাকা রয়েছে। এই কালো টাকা যাতে বিদেশে পাচার না হয় সে বিষয়ে পদক্ষেপ নেওয়া জরুরি। বাংলাদেশ ব্যংকের বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে (বিএফআইইউ) শক্তিশালী করে কালো টাকা পাচার রোধ করে দেশের অভ্যন্তরের বিনিয়োগ বাড়াতে হবে।’

তিনি আরও বলেন, ‘ভারত সরকার সম্প্রতি কালো টাকা মূল অর্থনীতিতে কাজে লাগিয়েছে। বাংলাদেশের অর্থনীতিতেও কালো টাকা কাজে লাগানো জরুরী। কালো টাকার ব্যবহারের বিষয়ে মুদ্রানীতিতে নির্দেশনা থাকা জরুরী ছিল।

/জিএম/এসএনএইচ/