সাড়ে ১২ হাজার কোটি টাকা ব্যয়ে ৮ প্রকল্পে অনুমোদন

একনেকনতুন ও সংশোধিত মোট আটটি প্রককেল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। প্রকল্পগুলোর সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ১২ হাজার ৫৫০ কোটি ৭৮ লাখ টাকা। মঙ্গলবার ঢাকায় শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব প্রকল্পে অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।এ সময় তিনি সৌদি গেজেট পত্রিকার উদ্বৃতি দিয়ে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌদি সফরের পর উপসাগরীয় দেশগুলো বাংলাদেশে বিনিয়োগে ব্যাপক আগ্রহ দেখাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘দেশের তৃনমূল জনগোষ্ঠীর দোর-গোড়ায় সেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি তাদের ক্ষমতায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী সড়ক যোগাযোগ ব্যবস্থার অধিকতর উন্নয়নে মহাপরিকল্পনা প্রণয়ন এবং সংশ্লিষ্ট প্রকল্প সম্পর্কে জনগণকে অবহিত করতে প্রকল্প এলাকায় সাইনবোর্ড টানানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।’

পরিকল্পনা মন্ত্রী জানান, ‘চর এলাকায় ভূমিহীনদের জমি বরাদ্দ, বসতবাড়ি এবং চাষাবাদের জমির জন্য প্রধানমন্ত্রী পরিকল্পিত পদ্ধতি গ্রহণের নির্দেশনা দিয়েছেন।’

তিনি বলেন, ‘গ্রামীণ অবকাঠামো উন্নয়নের ফলে জিনিসপত্রের দাম বাড়েনি। গ্রামীণ অবকাঠামোখাতে অভাবনীয় পরিবর্তন আনা হচ্ছে। প্রধানমন্ত্রী সময়ের সঙ্গে সামঞ্জস্যরেখে গ্রামীণ অবকাঠামো ডিজাইন ঠিক করার ওপর গুরুত্বারোপ করেছেন।’

একনেক সভায় অনুমোদিত প্রকল্পগুলো হলো- ৫ হাজার ৫৩৫ কোটি টাকা ব্যয়ে লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট-৩ (এলজিএসপি-৩)” প্রকল্প, ৪১৮ কোটি ৪৮ লাখ টাকা ব্যয়ে জলবায়ু সহনশীল গ্রামীণ অবকাঠামো প্রকল্প, ২ হাজার ৬৩৫ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে খুলনা বিভাগ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প, ৪২১ কোটি ৯ লাখ টাকা ব্যয়ে মিলিটারি ইনস্টিটিউট অব সাইন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি), মিরপুর সেনানিবাসের অবকাঠামোগত সুবিধা সম্প্রসারণ প্রকল্প, ২ হাজার ৮৩২ কোটি ৯৮ লাখ টাকা ব্যয়ে আবাসিক এলাকার উন্নয়ন (২য় পর্যায়) প্রকল্প, ১৩৯ কোটি ৮৭ লাখ টাকা ব্যয়ে নাটোর রোড (রুয়েট) হতে রাজশাহী বাইপাস পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণ (১ম সংশোধিত) প্রকল্প, ২৩১ কোটি ৬৫ লাখ টাকা ব্যয়ে বরিশাল ও সিলেট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এবং রেঞ্জ রিজার্ভ (আরআরএফ) পুলিশ লাইন নির্মাণ প্রকল্প, ৩৩৬ কোটি ১ লাখ টাকা ব্যয়ে পটুয়াখালী-পায়রা ২৩০ কেভি সঞ্চালন লাইন নির্মাণ প্রকল্প।

/এসআই/এসএনএইচ/