‘বাংলাদেশ-রাশিয়া দ্বিপক্ষীয় বাণিজ্য সম্ভাবনা' বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

FBCCI President‘ইন্টারেক্টিভ মিটিং অন প্রসপেক্ট অব বাংলাদেশ: রাশিয়া বাইলিটারাল ট্রেড অ্যান্ড ইকোনোমি' বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি রাজধানীর ওয়েস্টিন হোটেলে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার আয়োজন করে কমনওয়েলথ অব ইন্ডিপেন্ডেন্ট স্টেট-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (সিআইএস-বিসিসিআই)। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সিআইএস-বিসিসিআইয়ের সভাপতি এইচ.কে. কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি আব্দুল মাতলুব আহমাদ, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অব দ্য রাশিয়ান ফেডারেশনের ডেপুটি চিফ অব কমিটি ফর ইকোনোমিক্যাল কো-অপারেশন (দক্ষিণ এশিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড) প্রফেসর ভাদিম সালদাক ভ্সকি, সিআইএস-বিসিসিআইয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লোকমান হোসেন আকাশ, মোশারফ গ্রুপের চেয়ারম্যান মোশারফ হোসেন, সিআইএস-বিসিসিআই’র পরিচালক  ইঞ্জিনিয়ার শফিকুর রহমান, হ্যামস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আন্দ্রে বানকায়েভ, অ্যাম্বাসি অব রাশিয়া ফেডারেশন ইন ঢাকার ফাস্ট সেক্রেটারি (কমার্সিয়াল) প্রমুখ।

সভায় লোকমান হোসেন আকাশ বলেন, ‘সিআইএসভুক্ত দেশগুলোতে পোশাক আমদানি হয় ১৪১ বিলিয়ন ডলার। যেখানে বাংলাদেশ রফতানি করে মাত্র এক মিলিয়ন ডলার। ফলে সিআইএস অঞ্চলে বাংলাদেশের জন্য এক বিশাল বাজার রয়েছে, যার সদ্ব্যবহার হচ্ছে না।’

তিনি আরও বলেন, ‘২০৩০ সালের মধ্যে বাংলাদেশের রফতানির লক্ষ্যমাত্রা একশ বিলিয়ন ছাড়িয়ে যাবে। তবে ২০২১ সালের মধ্যে রাশিয়াসহ সিআইএসভুক্ত দেশে রফতানির পরিমাণ ২০ বিলিয়ন বাড়াতে দ্রুত ও প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে।’

/এসএনএইচ/