ট্যাক্স কার্ড পেলেন ৫ সেরা করদাতা

জাতীয় রাজস্ব বোর্ডদেশের সেরা পাঁচ করদাতাকে ট্যাক্স কার্ড দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। বুধবার সেগুনবাগিচায় এনবিআর সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে তাদের হাতে ট্যাক্স কার্ড তুলে দেওয়া হয়। এই সেরা পাঁচ করদাতা হলেন,  সংসদ সদস্য ব্যারিস্টার ফজলে নূর তাপস, ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, অভিনেত্রী সুবর্ণা মোস্তফা, বিজ্ঞাপন নির্মাতা ও অভিনয় শিল্পী আফজাল হোসেন ও নিয়াজ মোহাম্মদ এফসিএ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনবিআরের চেয়ারম্যান মো. নজিবুর রহমান ।
প্রসঙ্গত, সর্বোচ্চ করদাতা ব্যক্তি-প্রতিষ্ঠানকে উৎসাহ প্রদানের জন্য এবছর ট্যাক্স কার্ড নীতিমালা সংশোধন করে আগের ২০টি ট্যাক্স কার্ডের স্থলে ১৪১ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ট্যাক্স কার্ড দেওয়া হয়। আরও বেশি উৎসাহ প্রদানের জন্য ভবিষ্যতে এই সংখ্যা আরও বাড়াতে জাতীয় রাজস্ব বোর্ড কাজ করছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফজলে নূর তাপস বলেন, ‘রাজস্ব আহরণ বাড়াতে
কর স্তর আরও সহজ করতে হবে। বর্তমানে শূন্য থেকে সরাসরি ১০ শতাংশ স্তরে কর দিতে হয়। সরাসরি ১০ শতাংশে না যেয়ে পাঁচ শতাংশের একটি কর স্তর রাখা যেতে পারে। তাহলে দেশের উন্নয়নে অংশগ্রহণ করতে আরও অনেকে কর দিতে এগিয়ে আসবেন ।’
অনুষ্ঠানে ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ বলেন, ‘এদেশে শুধু ব্যবসায়ীরা ট্যাক্স দেন না। সাধারণ মানুষরাও ট্যাক্স দেন।’

ট্যাক্স কার্ড সম্মাননাকে জীবনের শ্রেষ্ঠ অর্জন উল্লেখ করে শিল্পী সুবর্ণা মোস্তফা বলেন, ‘বাবা সব সময় সঠিক হারে কর দিতেন। বাবার কথা অনুসরণ করে আমিও কর দিয়ে যাচ্ছি। এনবিআরের এই সম্মাননা প্রদানের ফলে সামনের দিনগুলোতে কর প্রদানে আমরা সকলে আরও বেশি উৎসাহ পাবো।’

নজিবুর রহমান বলেন, ‘কর বিভাগ সম্পর্কে জনগণের ধারণা আমূল বদলে দিয়েছে আয়কর মেলা। অনেকেই এখন স্বেচ্ছায় আয়কর দিতে আসছেন।’ তিনি বলেন, ‘রাজস্ব আহরণে জাতীয় রাজস্ব বোর্ড সৎ করদাতাদের প্রণোদনা দিতে ট্যাক্স কার্ড সংখ্যা বৃদ্ধি করেছে।’

/জিএম/এপিএইচ/

আরও পড়ুন: 

আমাদের প্রধান চ্যালেঞ্জ সুষ্ঠু নির্বাচন করা: সিইসি