গ্যাসের মূল্য বৃদ্ধির ঘোষণায় ইএবির উদ্বেগ

এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ শিল্প খাতে দুই ধাপে ১৫ শতাংশ হারে গ্যাসের মূল্য বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইএবি)।

শনিবার ইএবি সভাপতি আব্দুস সালাম মুর্শেদী স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, গ্যাসের দাম বৃদ্ধি পেলে রফতানি পণ্যসহ দেশীয় সকল শিল্প সরাসরি ক্ষতিগ্রস্ত হবে। বিশেষ করে মাছ, হিমায়িত খাদ্যপণ্য, কাঁচা বাজার, প্লাস্টিক, লেদার, তৈরি পোশাক ও বস্ত্রশিল্প সহ সব ধরনের রফতানি বাণিজ্যে সরাসরি নেতিবাচক প্রভাব পড়বে।

বিবৃতিতে আরও বলা হয়, বিভিন্ন প্রতিবন্ধকতা কাটিয়ে শিল্প প্রতিষ্ঠানগুলো যখন সক্ষমতা অর্জনের পথে এগিয়ে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে গ্যাসের দাম বৃদ্ধি লক্ষ্যপূরণে বাধা হয়ে দাঁড়াবে।

গ্যাসের দাম বৃদ্ধির ফলে রফতানি খাতে ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ পড়বে মন্তব্য করে বিবৃতিতে উল্লেখ করা হয়, সাম্প্রতিক ইউরোজোনে ইউরোর দরপতন, ব্রেক্সিট এর প্রভাব ছাড়াও বিদেশি ক্রেতা কর্তৃক ক্রমাগত পণ্যের মূল্য হ্রাসের ফলে প্রতিযোগী দেশগুলোর সঙ্গে অসম প্রতিযোগিতায় টিকে থাকাই কষ্টকর হয়ে পড়েছে।

/জিএম/এএআর/