করমুক্ত আয়সীমা সাড়ে তিন লাখ টাকা করার প্রস্তাব বাংলাদেশ চেম্বারের

জাতীয় রাজস্ব বোর্ডআগামী ২০১৭-১৮  অর্থবছরে করমুক্ত  ব্যক্তি আয়সীমা ৩ লাখ ৫০ হাজার টাকা করার প্রস্তাব করেছে বাংলাদেশ চেম্বার অব ইন্ড্রাস্টি। বুধবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে প্রাক বাজেট আলোচনায় এ প্রস্তাব করেন বাংলাদেশ চেম্বারের সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু। 

এ সময় উপস্থিত ছিলেন এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান।

প্রসঙ্গত, চলতি অর্থ বছরে ২ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত বক্তি আয়ে কোনও কর দিতে হয় না।
এদিকে ব্যক্তি আয় করের সবোর্চ্চ হার ২০১৬-১৭ অর্থ বছরের তুলনায় ২০১৭-১৮ অর্থ বছরে ৫ শতাংশ কমানোর দাবি জানিয়েছে মেট্টপলিটন চেম্বার। সংগঠনটির প্রস্তাবে ২০১৭-১৮ অর্থ বছরে সবোর্চ্চ কর হার ২৫ শতাংশ করার দাবি জানানো হয়। চলতি অর্থ বছরে এই হার ছিল ৩০ শতাংশ।
আগামী অর্থ বছরে নিট সম্পদ ৫ কোটি টাকা পর্যন্ত সারচার্জ মুক্ত রাখারও দাবি জানানো হয় সংগঠনটির পক্ষ থেকে। বর্তমানে সোয়া ২ কোটি টাকার নিট সম্পদ সারচার্জ মুক্ত।
/জিএম/এসএনএইচ/