৭ শতাংশ ভ্যাট আরোপের প্রস্তাব ঢাকা চেম্বারের

এনবিআর এর চেয়ারম্যানের সঙ্গে প্রাক বাজেট আলোচনায় ডিসিসিআই নেতারানতুন আইনে ভ্যাট ১৫ শতাংশের পরিবর্তে ৭ শতাংশ করার প্রস্তাব করেছে ঢাকা চেম্বার। এছাড়া ২০১৭-১৮  অর্থবছরে ৩ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত ব্যক্তি আয়ে কোনও কর আরোপ না করার জন্য জাতীয় রাজস্ব বোর্ডের কাছে প্রস্তাব করেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড (ডিসিসিআই)। আজ সোমবার বিকালে এনবিআরের সঙ্গে প্রাক বাজেট আলোচনায় এই প্রস্তাব করেন ঢাকা চেম্বারের সভাপতি আবুল কাসেম খান। এ সময় উপস্থিত ছিলেন এনবিআর-এর চেয়ারম্যান মো. নজিবুর রহমান।

এর আগে বাংলাদেশ চেম্বারও একই ধরনের প্রস্তাব করেছিল।

প্রসঙ্গত,চলতি অর্থ বছরে ২ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত ব্যক্তি আয়ে কোনও কর দিতে হয় না।

ঢাকা চেম্বারের নেতারা আগামী অর্থ বছরে নিট সম্পদ ৫ কোটি টাকা পর্যন্ত সারচার্জ মুক্ত রাখার দাবি জানান। অবশ্য বর্তমানে সোয়া ২ কোটি টাকার নিট সম্পদ সারচার্জ মুক্ত।

/জিএম/ এপিএইচ/

আরও পড়ুন: 

কুসিক নির্বাচন: বাতিল হওয়া মনোনয়নপত্র ফেরত নিতে হাইকোর্টের আদেশ