এফবিসিসিআই’র নির্বাচন স্থগিতের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি বৃহস্পতিবার

এফবিসিসিআইব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) নির্বাচন দুই মাসের জন্য স্থগিত করে রায় দেন হাইকোর্ট। এ রায়ের বিরুদ্ধে আপিল শুনানির দিন পিছিয়ে বৃহস্পতিবার ধার্য করেছেন আপিল বিভাগ।

সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের নথিপত্রে ভুল থাকায় প্রধানবিচারপতি এ আদেশ দিয়েছেন। আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার রোকন উদ্দীন মাহমুদ।

গত ২২ মার্চ এফবিসিসিআইয়ের নির্বাচনের ওপর দুই মাসের স্থগিতাদেশ দেন হাইকোর্ট। নিয়ম অনুযায়ী প্রত্যেক বিভাগ থেকে পরিচালক মনোনয়ন করতে হয়। কিন্তু নবগঠিত ময়মনসিংহ বিভাগ থেকে কোনও পরিচালক মনোনয়ন দেওয়া হয়নি। ফলে নির্বাচনের বৈধতা চ্যালেঞ্জ করে গত ৬ মার্চ হাইকোর্টে রিট করেন ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আমিনুল হক।

/ইউআই/এসএনএইচ/