শ্রমিক কল্যাণ ফান্ডে ৬ কোটি টাকা দিয়েছে ইউনিলিভার ও পেট্রোবাংলা

ইউনিলিভার-পেট্রোবাংলাসরকারের শ্রমিক কল্যাণ ফান্ডে মোট ৬ কোটি এক লাখ ১৯ হাজার ৯৭১ টাকা জমা দিয়েছে ইউনিলিভার বাংলাদেশ ও পেট্রোবাংলা। এর আগে এ ফান্ডে জমা ছিল ১৯৫ কোটি টাকা। ফলে বর্তমান এ ফান্ডের পরিমান দাঁড়িয়েছে ২০১ কোটি এক লাখ ১৯ হাজার ৯৭১ টাকা।

মঙ্গলবার সকালে সচিবালয়ে  শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হকের কাছে এ চেক হস্তান্তর করেন কোম্পানির প্রতিনিধিরা। এ সময় মন্ত্রণালয়ের সচিব মিখাইল শিপার উপস্থিত ছিলেন।

জানা গেছে, প্রতিবছর কোম্পানির মোট লভ্যাংশের ৫ ভাগের এক দশমাংশ সরকারের এ শ্রমিক কল্যাণ ফান্ডে জমা দিতে হয়। ২০১৬ সালের লভ্যাংশ বাবদ ইউনিলিভার বাংলাদেশ ৪ কোটি ৬৯ লাখ ১০ হাজার ৪৮৪ টাকা এবং পেট্রোবাংলা ২০১৫-১৬ অর্থবছরের জন্য এক কোটি ৩২ লাখ ৯ হাজার ৪৮৭ টাকার চেক হস্তান্তর করেছে।

ইউনিভার বাংলাদেশের পক্ষে চেক হস্তান্তর করেছেন পরিচালক (অর্থ) জাহিদুল ইসলাম মালিথা, কুনাল শর্মা পরিচালক (মানবসম্পদ) এবং কোম্পানি সচিব কাজী কামরুল হাসান। আর পেট্রোবাংলার পক্ষে চেক হস্তান্তর করেছেন কোম্পানির ডিজিএম গোলাম হায়দার, ম্যানেজার জসিম উদ্দিন আহমেদ এবং সিবিএ সভাপতি নাসির উদ্দিন আহমেদ শাহ।

/এসআই/এসএনএইচ/