‘২০২১ সালের মধ্যে ৫০ বিলিয়ন ডলারের পোশাক রফতানির লক্ষ্য সরকারের’

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু

২০২১ সালের মধ্যে বাংলাদেশ থেকে ৫০ বিলিয়ন মার্কিন ডলারের পোশাক রফতানির লক্ষ্যমাত্রা নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, ‘সরকারের নীতি সহায়তা ও উদ্যোক্তাদের দৃঢ় মনোবলের কারণে তৈরি পোশাক শিল্পে রফতানি প্রবৃদ্ধির ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। ২০২১ সালে ৫০ বিলিয়ন ডলারের পোশাক রফতানির লক্ষ্যও পূরণ হবে।’

বুধবার (২৯ মার্চ) আবুধাবির প্যারিস সরবুন বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে ‘ফোকাস অন দ্য টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস’ শিরোনামের এক প্যানেল আলোচনায় শিল্পমন্ত্রী এসব কথা বলেন।

বাংলাদেশের পোশাক শিল্পে ৪৪ লাখের বেশি মানুষ সরাসরি কাজ করছেন উল্লেখ করে শিল্পমন্ত্রী আলোচনায় বলেন, ‘এই বিপুলসংখ্যক মানুষের মধ্যে ৭৫ শতাংশই নারী। এছাড়া, খাতটির ব্যাকওয়ার্ড ও ফরওয়ার্ড লিংকেজ শিল্প কারখানায় প্রায় ৫০ লাখ লোক জড়িয়ে রয়েছেন।’

গত পাঁচ বছরে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প খাতের অগ্রসরতার চিত্র তুলে ধরে শিল্পমন্ত্রী বলেন, ‘গত পাঁচ বছরে এ খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি ২২৩ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি শ্রম আইন ও বিধিমালা তৈরি, সব কারখানায় কর্মচারী কল্যাণ ফান্ড ও নিরাপত্তা কমিটি গঠন, কল-কারখানা পরিদর্শন দফতরের দক্ষতা বৃদ্ধি, ২৩৫ জন পরিদর্শক নিয়োগ এবং গুদাম পরিদর্শনের জন্য ২১৮টি নতুন পদ তৈরি করা হয়েছে। তাই যুক্তরাষ্ট্রের গ্রিন বিল্ডিং কাউন্সিলের সাম্প্রতিক প্রতিবেদনে বিশ্বের ১০টি পরিবেশবান্ধব তৈরি পোশাকশিল্প কারখানার মধ্যে বাংলাদেশের ৭টি প্রতিষ্ঠান স্থান পেয়েছে।’

আমির হোসেন আমু বলেন, ‘বর্তমানে তৈরি পোশাকশিল্পে বাংলাদেশ বিশ্বে দ্বিতীয় এবং দক্ষিণ এশিয়ায় শীর্ষস্থানে রয়েছে।’ ২০১৫-১৬ অর্থবছরে বাংলাদেশ থেকে রফতানি হওয়া ৩৪ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য ও সেবার সিংহভাগই তৈরি পোশাকশিল্পের বলেও জানান শিল্পমন্ত্রী।

দ্য ইকোনমিস্ট পত্রিকার ইনোভেশন এডিটর পল মারকিলির সঞ্চালনায় ওই প্যানেল আলোচনায় আরও অংশ নেন উইকো-টেক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা জর্জ ডায়নার্স, ভিয়েতনাম ন্যাশনাল টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা লি টিয়েন তোরাং, ইন্দোনেশিয়ার উদ্যোক্তা প্রতিষ্ঠান শ্রী রাজেকি ইসমানের প্রেসিডেন্ট আইওয়ান সেতিওয়ান লোকমিন্টো।

শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আবদুল জলিলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।

/এসআই/এমএ/টিআর/