গ্যাস-বিদ্যুতে ভ্যাট বসানো উচিত হবে না: ওয়াহিদউদ্দিন মাহমুদ

অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদদেশে গ্যাস ও বিদ্যুতের মতো সার্বজনীন পণ্যের ওপর ভ্যাট বসানো উচিত হবে না বলে জানিয়েছেন অর্থনীতিবিদ অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেন, ‘একইভাবে ফ্ল্যাটের ওপরও ভ্যাট বসানো ঠিক হবে না।’

মঙ্গলবার দুপুরে জাতীয় রাজস্ব বোর্ডের (এনপিআর) সম্মেলন কক্ষে অর্থনীতিবীদদের সঙ্গে ২০১৭-১৮ অর্থবছরের প্রাক বাজেট আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করে এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান। এছাড়া আরও উপস্থিত ছিলেন- বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) রিসার্স ফেলো তৌফিকুল ইসলাম খান এবং বাংলাদেশ ইন্সটিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের (বিআইডিএস) প্রতিনিধি।

/জিএম/এসএনএইচ/