‘চলতি বছর রেমিটেন্সে ২ দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধি থাকবে’

বিশ্বব্যাংকচলতি বছরে বাংলাদেশে প্রবাসী আয়ে (রেমিটেন্স) ২ দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধি থাকবে বলে জানিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটির অভিবাসন ও উন্নয়ন-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গত বৃহস্পতিবার ওই প্রতিবেদনটি প্রকাশ করা হয়।
বিশ্বব্যাংক বলছে, গত বছর বাংলাদেশে রেমিটেন্স কমেছে প্রায় ১১ দশমিক ১ শতাংশ। অবশ্য বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরে প্রবাসী আয় আগের বছরের চেয়ে ১১ দশমিক ১৬ শতাংশ কমেছে।
বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের অবদান মোট জিডিপির ৬ শতাংশের কাছাকাছি, ভারতের ক্ষেত্রে ২ দশমিক ৯ শতাংশ। জিডিপিতে প্রবাসী আয়ের অবদান সবচেয়ে বেশি নেপালে, ২৯ দশমিক ৭ শতাংশ।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, বিশ্ববাজারে তেলের দাম কমায় ও দুর্বল বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধির দক্ষিণ এশিয়া ও মধ্য এশিয়ার দেশগুলোর প্রবাসী আয়ে নেতিবাচক প্রভাব ফেলেছে। এছাড়া ইউরোপের নিম্ন অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণে আফ্রিকার উত্তর ও সাহারা মরু অঞ্চলের দেশগুলোর প্রবাসী আয় কমেছে। অবশ্য চলতি বছর বৈশ্বিক অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সঙ্গে উন্নয়নশীল দেশগুলোতে প্রবাসী আয়ের প্রবাহে অগ্রগতি হবে বলে মনে করছে বিশ্বব্যাংক।

বিশ্বব্যাংকের ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০১৫ ও ২০১৬ পরপর দুই বছর উন্নয়নশীল দেশগুলোতে প্রবাসী আয়ের প্রবাহে ধস নেমেছে। এমন অবস্থা গত তিন দশকেও দেখা যায়নি।

/জিএম/এমও/