পরিবেশ দূষণের জন্য সবাই দায়ী: বিএসটিআই মহাপরিচালক

বিএসটিআই ও সাউথ এশিয়ান রিজিওনাল স্ট্যান্ডার্ডস অর্গানাইজেশন (সার্সো) আয়োজিত সেমিনারে অতিথিরাব্যক্তিগত জীবনে অনিয়ম ও অপরিকল্পিতভাবে শিল্পকারখানা গড়ে তোলাসহ পরিবেশ দূষণের জন্য সবাই কোনও না কোনোভাবে দায়ী বলে মন্তব্য করেছেন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) মহাপরিচালক মো. সাইফুল হাসিব। তিনি মনে করেন, নিজেদের এবং পরবর্তী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়তে এ অবস্থা থেকে বেরিয়ে আসার কোনও বিকল্প নেই।

সোমবার (২৪ এপ্রিল) বিএসটিআই ও সার্কভুক্ত দেশসমূহের মান সংস্থা নিয়ে গঠিত সাউথ এশিয়ান রিজিওনাল স্ট্যান্ডার্ডস অর্গানাইজেশনের (সার্সো) যৌথ উদ্যোগে সার্সো সেক্রেটারিয়েট অডিটরিয়ামে আয়োজিত এক সেমিনারে বিএসটিআই মহাপরিচালক এসব কথা বলেন।

মো. সাইফুল হাসিব বলেন, ‘টেকসই উন্নয়নের জন্য পরিবেশ ব্যবস্থাপনার ওপর জোর দেওয়া প্রয়োজন। আমাদের অনুধাবন এবং ভালো উদ্যোগ পরিবেশ সুরক্ষায় একধাপ এগিয়ে রাখবে। এতে করে দেশ বাঁচবে, জাতি সুরক্ষিত হবে। এক্ষেত্রে পরিবেশ ব্যবস্থাপনার ওপর প্রণীত আইএসও স্ট্যান্ডার্ড ১৪০০১:২০১৫-এর বাস্তবায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএসটিআই’র পরিচালক (মান) আ.ন.ম. আসাদুজ্জামান, সার্সোর পরিচালক ইন্দু বিক্রম জোসি, রিড কনসাল্টিং বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফিলিপ প্রক্টর, পরিবেশ অধিদফতরের পরিচালক ড. ফজলে রাব্বী সিদ্দিকী, মাসুদ ইকবাল শামীম।

সেমিনারে আইসএও ১৪০০১:২০১৫-এর ওপর মুক্ত আলোচনা হয়। এখানে বিশেষজ্ঞসহ বিভিন্ন চেম্বার, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, অ্যাসোসিয়েশন, ব্যবসায়ী সংগঠন, উৎপাদনকারী ও আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

/জিএম/জেএইচ/