ব্যাংকগুলোকে হাওর অঞ্চলে সিএসআর কার্যক্রম বাড়ানোর নির্দেশ

 

বাংলাদেশ ব্যাংককরপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় হাওর অঞ্চলে বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণসামগী বিতরণের জন্য দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীর কাছে কেন্দ্রীয় ব্যাংকের এই নির্দেশনা পাঠানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের এই নির্দেশনায় বলা হয়েছে, সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন হাওরাঞ্চল তথা সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন এলাকায় পাহাড়ি ঢলের পানি এবং ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় ধানসহ কৃষিজাত ফসল প্রায় সম্পূর্ণ ধ্বংস হওয়ায় এ অঞ্চলের কৃষকেরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের ঘরবাড়ি নষ্ট হয়েছে, গবাদিপশুর ব্যাপক ক্ষতি হয়েছে। ওই অঞ্চলের অসহায় মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছে। এ অবস্থায় করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় বন্যায় ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর মাঝে অবিলম্বে প্রয়োজনীয় আর্থিক সাহায্য ও ত্রাণসামগ্রী পাঠানো জন্য অনুরোধ করা গেল।

/ জিএম/এমএনএইচ/