রমজানে ব্যবসায়ীদের কোনও সিন্ডিকেট দেখিনি: তোফায়েল

 

তোফায়েল আহমেদরমজান মাসে পণ্যে দাম বাড়াতে ব্যবসায়ীদের কোনও সিন্ডিকেট দেখেননি বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, ‘রমজানে পণ্যে মূল্য বৃদ্ধির পেছনে ব্যবসায়ীদের সিন্ডিকেট থাকে বলে অনেকে অভিযোগ করেন। কিন্তু আমি মন্ত্রী হিসেবে চারটি রমজান পার করছি। এই সময়ের মধ্যে পণ্যের দাম বাড়াতে ব্যবসায়ীদের মধ্যে আমি কোনও সিন্ডিকেট দেখিনি।’

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত ত্রাণ ভান খোয়া। সাক্ষাৎ শেষে বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।

তোফায়েল আহমেদ বলেন, ‘রমজানে পণ্যে দাম বৃদ্ধি ঠেকাতে আমরা টিসিবিকে প্রস্তুত রেখেছি। তাদের কাছে পর্যপ্ত পণ্য মজুদ আছে। চাহিদার তুলনায় অতিরিক্ত পণ্য আমদানি করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘রমজানে পণ্যের দাম নির্ধারণ নিয়ে আগামী ৩০ এপ্রিল ব্যবসায়ীদের সঙ্গে মিটিং আছে।’

/এসআই/এসএনএইচ/