আইফোন বিক্রি কমলেও বেড়েছে মুনাফা

অ্যাপলগত বছরের তুলনায় চলতি বছরের প্রথম তিন মাসে বিশ্বব্যাপী আইফোন বিক্রি বিস্ময়করভাবে কমলেও কোম্পানির মুনাফা বেড়েছে বলে জানিয়েছে অ্যাপল কর্তৃপক্ষ। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

অ্যাপল কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি বছরের গত তিন মাসে (জানুয়ারি থেকে মার্চ) ৫০ দশমিক ৮ মিলিয়ন ইউনিট আইফোন বিক্রি হয়েছে। যা গত বছরের তুলনায় এক শতাংশ কম।

অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক অবশ্য জানিয়েছেন, পরবর্তী আইফোন বাজারে আনতে দেরি হওয়ায় বিশ্বব্যাপী আইফোনের ইউনিট বিক্রি কমেছে।

এদিকে, আইফোন কম বিক্রির তথ্য প্রচার হওয়ার পর যুক্তরাষ্ট্রে এ কোম্পানির শেয়ারের দাম ২ শতাংশ কমেছে।

কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছে, আইফোন বিক্রি কমলেও কোম্পানির সার্বিক মুনাফা ৪ দশমিক ৬ শতাংশ বেড়ে ৫২ দশমিক ৯ বিলিয়ন ডলার হয়েছে। কোম্পানিটির সার্বিক মুনাফা বাড়ার পেছনে অ্যাপল পে, আই ক্লাউড এবং অ্যাপ স্টোরের সেবার ভূমিকা আছে। এসব সেবা থেকে কোম্পানির আয় গত বছরের তুলনায় ৮ শতাংশ বেড়ে ৭ বিলিয়ন মার্কিন ডলার হয়েছে।

টিম কুক আরও জানান, আইফোন বিক্রি কমলেও বেড়েছে অ্যাপল ওয়াচ, এয়ারপডস এবং বিটস এয়ারফোন বিক্রি।

তিনি আরও বলেন, আইফোনের ইউনিট বিক্রি কমলেও মুনাফা এক শতাংশ বেড়েছে। কারণ আইফোন ৭প্লাসের দাম আগের ফোনগুলোর চেয়ে বেশি।
সূত্র: বিবিসি
/এসএনএইচ/