ইসলামী ব্যাংকে সরকারের হস্তক্ষেপের কোনও কারণ নেই: অর্থমন্ত্রী



অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত (ছবি: সংগৃহীত)ইসলামী ব্যাংকের পরিবর্তনকে স্বাভাবিক প্রক্রিয়া বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, এই ব্যাংকে সরকারের হস্তক্ষেপের কোনও কারণ নেই।’ রবিবার সচিবালয়ে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) ও বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সঙ্গে অনুষ্ঠিত প্রাক-বাজেট আলোচনার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবেতিনি এসব কথা বলেন।
এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘না, গভর্মেন্ট ইন্টারফেয়ার করার মতো কোনও কারণ নেই। ইট ইজ টেল আন্ডার দ্য জুরিসডিকশন অব বোর্ড দ্য বোর্ড।’তিনি আরও বলেন, ‘ইসলামী ব্যাংকের পরিবর্তন স্বাভাবিক প্রক্রিয়ায় হয়েছে। ব্যাংকটির পরিচালনা পর্ষদের বিগত চেয়ারম্যানের বয়স এখন ৮৩ বছর। সুতরাং পরিবর্তন ইজ ভেরি নরমাল।’
ইসলামী ব্যাংকের পর্ষদে পরিবর্তন এলো, সরকার কোনো হস্তক্ষেপ করবে কিনা—এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘ইসলামী ব্যাংকের পর্ষদে এখন মারামারি চলছে। সরকারের হস্তক্ষেপের কোনও কারণ নেই।’
সৌদি আরবের জেদ্দায় ইসলামি উন্নয়ন ব্যাংকের (আইডিবি) বার্ষিক সাধারণ সভায় যোগ দিয়ে পাঁচ দিন পর গত বৃহস্পতিবার দেশে ফেরেন অর্থমন্ত্রী। ওই সভায় ইসলামী ব্যাংক নিয়ে কোনও কথা উঠেছিল কিনা, এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘না। কোনও কথা ওঠেনি।’
এসআই/এমএনএইচ/