আরব আমিরাত ও বিকেএমইএ একসঙ্গে কাজ করবে

সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত ও বিকেএমইএ নেতাদের শুভেচ্ছা বিনিময়ব্যবসা সম্প্রসারণে সংযুক্ত আরব আমিরাত ও বিকেএমইএ একসঙ্গে কাজ করবে বলে প্রতিশ্রতি দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত ড. সায়ীদ বিন হাজার আল শাহী। রবিবার (২১ মে) ঢাকার সংযুক্ত আরব আমিরাত দূতাবাসে এক সভায় বিকেএমইএ নেতাদের সঙ্গে বৈঠকে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতেএ প্রতিশ্রতি দেন। বিকেএমইএ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সভায় বিকেএমইএ সভাপতি এ কে এম সেলিম ওসমান এবং দ্বিতীয় সহ-সভাপতি মনসুর আহমেদ, প্রধান নির্বাহী কর্মকর্তা সুলভ চৌধুরী ও সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরব আমিরাতের রাষ্ট্রদূত ড. সায়ীদ বিন হাজার আল শাহী বলেন, ‘বাণিজ্য বৃদ্ধির পদক্ষেপকে স্বাগত জানায় আরব আমিরাত। সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক স্থাপনের জন্য যেসব ব্যবসায়ীরা বিকেএমইএ এর সুপারিশ নিয়ে আবেদন জানাবেন তাদের ব্যবসায়িক ভিসা দেওয়া হবে।’

এছাড়াও যৌথ বিনিয়োগের মাধ্যমে দ্বিপাক্ষীয় বাণিজ্যিক সহযোগিতার ব্যাপারে আশ্বস্ত করেন এই রাষ্ট্রদূত। একইসঙ্গে তিনি বিকেএমইএর প্রতিনিধি দলকে সংযুক্ত আরব আমিরাতে ব্যবসা সম্প্রসারণের প্রয়োজনীয় সহযোগিতা পেতে পারেন, তা নিশ্চিত করারও প্রতিশ্রুতি দেন। যৌথ উদ্যেগে ব্যবসায়িক সম্পর্ক স্থাপনের জন্য তিনি বিকেএমইএ এর সভাপতিকে আগামী ১ জুনের মধ্যে ব্যবসায়িক প্রস্তাবনা পাঠানোর পরামর্শও দেন। 

বিকেএমইএ সভাপতি বলেন, ‘বাংলাদেশ উন্নয়ন ফোরামে অংশ নেওয়া বিকেএমইএ এর স্টল পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিটওয়্যারের নতুন বাজার, বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বাজার বৈচিত্র্য আনার নির্দেশনা দিয়েছিলেন। সেই নির্দেশনা মোতাবেক বিকেএমইএ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’
/জিএম/এসএমএ/