সিটি ও মেঘনা গ্রুপের মালিককে ডেকে পাঠানো হবে: বাণিজ্যমন্ত্রী

তোফায়েল আহমেদরমজানে চিনির বাজার স্বাভাবিক রাখতে এবং চিনির মিলগুলোর দেওয়া ডিও (চাহিদাপত্র) নিষ্পত্তির জন্য সিটি গ্রুপ ও মেঘনা গ্রুপের দুই মালিককে বাণিজ্য মন্ত্রণালয়ে ডেকে পাঠানো হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। মঙ্গলবার (২৩ মে)  দুপুরে সচিবালয়ে তিনি সাংবাদিকদের এই তথ্য জানান।  চিঠি উৎপাদনকারী প্রধান এ দুটি প্রতিষ্ঠানের কাছে চিনির সরবরাহ স্বাভাবিক রাখার বিষয়ে জানতে চাওয়া হবে।  

ঢাকায় নিযুক্ত ব্রুনাই এর রাষ্ট্রদূতের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাণিজ্যমন্ত্রী। এসময় তিনি বলেন, আগামী বাজেটে রেগুলেটরি ডিউটি ও সাপ্লিমেন্টারি ডিউটি কমানো হবে না। তবে বিদ্যমান ১৫ শতাংশ ভ্যাট হার কিছুটা কমানো হতে পারে।

এসময় তিনি আরও বলেন, ‘দেশে নিত্যপণ্যের কোনও অভাব নেই। সব পণ্যের সরবরাহ স্বাভাবিক।’

/এসআই/এসএস/এফএস/

আরও পড়ুন- 


সহসা হচ্ছে না বৃষ্টি