পণ্যের মজুদ চাহিদার চেয়ে বেশি, সংকটের সুযোগ নেই: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদবাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুদ চাহিদার চেয়ে অনেক বেশি, সরবরাহও স্বাভাবিক রয়েছে। তাই কোনও পণ্যের সংকট বা মূল্যবৃদ্ধির সম্ভাবনা নেই, বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। মঙ্গলবার সচিবালয়ে ঢাকায় নিযুক্ত ব্রুনাইয়ের রাষ্ট্রদূত মাসুরাই বিনতি হাজী মাসরি’র সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘চিনি, ছোলা, ভোজ্য তেল, ডাল, খেজুরসহ সব নিত্যপ্রয়োজনীয় পণ্য চাহিদার তুলনায় অনেক বেশি আমদানি করা হয়েছে। কোনও পণ্যের মূল্যবৃদ্ধি বা কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করা হলে ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। শুধু রোজায় নয়, সারা বছর পণ্যের বাজার স্থিতিশীল থাকবে।’
বাজার স্থিতিশীল রাখতে বাজার মনিটরিংসহ সব ধরণের পদক্ষেপ নেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘টিসিবির মাধ্যমে নিত্য প্রয়োজনীয় পণ্য খোলা বাজারে বিক্রয় করা হচ্ছে। ভোক্তারা যাতে কষ্ট না পায়, সেজন্য ব্যবসায়ীদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।’
বাণিজ্যমন্ত্রী জানান, চালের বাজার স্থিতিশীল রাখতে সরকার ছয় লাখ মেট্রিক টন চাল ক্রয় করছে। কৃষকদের জন্য ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সবকিছু করছে। সরকার সবসময় দেশীয় শিল্পকে রক্ষা করেই সিদ্ধান্ত নিয়ে থাকে। দেশে যাতে কোনও পণ্যের সংকট সৃষ্টি না হয় সে বিষয়ে সরকার সচেতন রয়েছে।

ভ্যাট আইন বিষয়ে তিনি বলেন, ‘দেশের ভোক্তাদের জন্য ভ্যাটের পরিমান ১৫ শতাংশের কম নির্ধারণ করা হবে। ভ্যাট আইনে ব্যবসায়ীদের জন্য ক্ষতিকর কিছু থাকবে না। ভ্যাটের হার কমলেও পরিধি বাড়ার কারণে ভোক্তাদের ওপর কোনও চাপ পড়বে না। এ খাতে সরকারের আয়ও বাড়বে।’

এসময় বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুন্সী শফিউল হক এবং ডব্লিউটিও সেলের মহাপরিচালক মুনির চৌধুরী উপস্থিত ছিলেন।

/এসআই/এমও/