ব্রুনাইয়ের সঙ্গে বাণিজ্য বৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ (ফাইল ছবি)ব্রুনাইয়ের সঙ্গে বাণিজ্য বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করা হবে, বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। মঙ্গলবার সচিবালয়ে ঢাকায় নিযুক্ত ব্রুনাইয়ের রাষ্ট্রদূত মাসুরাই বিনতি হাজী মাসরি’র সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের বিষয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ব্রুনাইর সঙ্গে আমাদের বাণিজ্য খুব বেশি নয়। গত অর্থবছরে সেখানে রফতানি হয়েছে ১ দশমিক ২৪ মিলিয়ন মার্কিন ডলার, একই সময়ে আমদানি হয়েছে ৩ দশমিক ১০ মিলিয়ন মার্কিন ডলার। ব্রুনাইয়ের সঙ্গে বাণিজ্য বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করা হবে।’
ব্রুনাই বাংলাদেশের বন্ধু রাষ্ট্র উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘বিশ্বের উচ্চ মাথাপিছু আয়ের দেশের মধ্যে ব্রুনাই অন্যতম। তেল সমৃদ্ধ ব্রুনাইয়ের মাথাপিছু আয় এখন ৮০ হাজার মার্কিন ডলার।’
ব্রুনাইতে বাংলাদেশের দশ হাজারের বেশি ডাক্তার ও ইঞ্জিনিয়ার কর্মরত আছেন জানিয়ে তোফায়েল আহমেদ বলেন, ‘অনেক বাংলাদেশি ব্রুনাইতে পড়ালেখা করছেন। ব্রুনাইকে বাংলাদেশে স্পেশাল ইকনোমিক জোনে বিনিয়োগের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। বাংলাদেশে বিনিয়োগের সুযোগ-সুবিধাগুলো ব্রুনাইকে জানানো হয়েছে। সুবিধাজনক সময়ে দু’দেশের ব্যবসায়ীরা উভয় দেশ সফর করবেন।’

এসময় বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুন্সী শফিউল হক এবং ডব্লিউটিও সেলের মহাপরিচালক মুনির চৌধুরী উপস্থিত ছিলেন।

/এসআই/এমও/