ইসলামী ব্যাংকের দুই পরিচালকের পদত্যাগ

ইসলামী ব্যাংকইসলামী ব্যাংকের সাবেক ভাইস চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক সৈয়দ আহসানুল আলম এবং ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির সাবেক চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক আবদুল মাবুদ পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (২৫ মে) দু’জন পদত্যাগ পত্র জমা দেন। এ বিষয়টি নিশ্চিত করে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আরাস্তু খান। 
তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, সৈয়দ আহসানুল আলম ও আবদুল মাবুদ পরিচালকের পদ থেকে অব্যাহতি চেয়েছেন। আমি তাদের পদত্যাগপত্র গ্রহণ করেছি।’
এর আগে গত মঙ্গলবার (২৩ মে) আসলামী ব্যাংকের ৩৪ তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) আহসানুল আলম ও আবদুল মাবুদকে পরিচালক পদ থেকে সরিয়ে দেওয়ার দাবি ওঠে। এজিএম ও পর্ষদের সভায় সৈয়দ আহসানুল আলম ছাড়া অন্য ১৮ পরিচালক ওই সভায় উপস্থিত ছিলেন।
কুর্মিটোলা গলফ ক্লাব অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় তাদের দু’জনকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। তবে তারা স্বতন্ত্র পরিচালক পদে বহাল রাখা হয়।
ওইদিন সভা শেষে আরাস্তু খান সাংবাদিকদের জানিয়েছিলেন, সৈয়দ আহসানুল আলমকে ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান পদ থেকে অব্যহতি দেওয়া হয়েছে। এখন থেকে ব্যাংকটিতে একজন ভাইস চেয়ারম্যান থাকবেন।
এদিকে, গত ২০ মে সৈয়দ আহসানুল আলমসহ সাত পরিচালক স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৩ মে পরিচালনা পর্ষদের সভায় ব্যাংকের শীর্ষ পদ থেকে রাষ্ট্রবিরোধী কর্মকর্তাদের সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়।

/জিএম/এসএমএ/

আরও পড়ুন 
ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান আহসানুল আলমকে অব্যাহতি