২০ রোজার মধ্যেই গার্মেন্টস শ্রমিকরা ঈদ বোনাস পাবেন

 

বিজিএমইএ২০ রোজার মধ্যেই পোশাককর্মীদের উৎসব ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বিজিএমইএ-এর সহ-সভাপতি (অর্থ) মোহাম্মদ নাছির। তিনি বলেন,  ‘২০ রোজার মধ্যেই শ্রমিকরা বেতন-ভাতা পেয়ে যাবেন। সেটি নিশ্চিত করতে প্রতি বছরের মতো এবারও বিজিএমইএতে নিয়ন্ত্রণ কক্ষ খোলাসহ তদারকি করা হবে।’ সোমবার রাজধানীর কাওরান বাজারে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের (ডিআইএফই) কার্যালয়ে ‘তৈরি পোশাক শিল্পের ক্রাইসিস ম্যানেজমেন্ট’-বিষয়ক কোর কমিটির ৩৩তম সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ নাছির বলেন, ‘আমরা কঠিন সময় পার করছি। তারপরও শ্রমিকেরা যেন উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপন করতে পারেন, সে ব্যবস্থা নেওয়া হবে।’ এ সময় তিনি আরও বলেন,  গত ১০ বছরে বাংলাদেশের গড় প্রবৃদ্ধি ১৩ শতাংশ থাকলেও গত ১০ মাসে পোশাক রফতানিতে প্রবৃদ্ধি হয়েছে মাত্র ২ দশমিক ২১ শতাংশ।’

সভায় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু,  শ্রমসচিব মিকাইল শিপার, শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহামুদ, ডিআইএফইর মহাপরিদর্শক সামছুজ্জামান ভুঁইয়া, গার্মেন্টস শ্রমিক কর্মচারী লীগের সভাপতি লীমা ফেরদৌস, জাতীয় বাংলাদেশ জাতীয় গার্মেন্টস শ্রমিক কর্মচারী লীগের সভাপতি সিরাজুল ইসলাম রনি উপস্থিত ছিলেন।

/এসআই/এমএনএইচ/