দেশে তৈরি ল্যাপটপ-মোবাইলের দাম কমবে

বাজেটে দাম কমছে

দেশে ল্যাপটপ, ট্যাব ও মোবাইল ফোনের উৎপাদন ও সংযোজনকে উৎসাহিত করতে এবারের বাজেটে যন্ত্রাংশ ও অন্যান্য উপকরণ আমদানিতে কর ও শুল্কে ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অর্থমন্ত্রী বৃহস্পতিবার বাজেট ঘোষণায় এ ছাড়ের কথা বলেন। আর এই ছাড় দেওয়া হলে দেশে উৎপাদিত এসব প্রযুক্তি পণ্যের দাম কমবে।

অর্থমন্ত্রী বাজেট ঘোষণায় বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা আমাদের সরকারের অন্যতম উন্নয়ন কৌশল। এ লক্ষ্যে ১৯৯৬ সন হতে আমরা তথ্যপ্রযুক্তি খাতের অধিকাংশ পণ্যের আমদানির ক্ষেত্রে শুল্ক ও কর রেয়াতি সুবিধা দিয়ে আসছি। ফলে এ প্রযুক্তি দেশে ব্যাপক প্রসার লাভ করেছে। প্রচুর সম্ভাবনাময় আইসিটি খাত রূপকল্প ২০২১ এবং ২০৪১ বাস্তবায়নে বিশেষ অবদান রাখবে।’

তিনি আরও বলেন, ‘এ খাতে প্রয়োজনীয় শুল্ক-কর প্রণোদনা এবং নীতি সহায়তা দিতে মোবাইল, ল্যাপটপ ও ট্যাবের স্থানীয় সংযোজন ও উৎপাদনকে উৎসাহিত করার চন্য এ খাতের প্রয়োজনীয় যন্ত্রাংশ ও অন্যান্য উপকরণ আমদানিতে প্রজ্ঞাপনের মাধ্যমে শুল্ক রেয়াতি সুবিধা দেওয়ার প্রস্তাব করছি।’

অন্যদিকে, বিদেশ থেকে আমদানি করা মোবাইল ফোনের আমদানি শুল্ক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১০ করা হয়েছে। ফলে বিদেশ থেকে আমদানি করা মোবাইলের দাম বাড়বে।

/এইচএএইচ/টিএন/