সোনা ব্যবসায়ীদের হয়রানি না করার নির্দেশ

মো. নজিবুর রহমানজুয়েলারি শিল্পের সঙ্গে জড়িত তথা  সোনা ব্যবসায়ীদের কোনও প্রকার হয়রানি না করার নির্দেশ দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান।

মঙ্গলবার দুপুরে এনবিআর ভবনের সম্মেলন কক্ষে বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ নির্দেশনা দেন। এ সময় এনবিআরের শীর্ষ কর্মকর্তারা ছাড়াও বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সহ-সভাপতি এনামুল হক খান দোলন উপস্থিত ছিলেন। 

জুয়েলারি খাতের বিকাশমান অগ্রগতি ধরে রাখার জন্য এনবিআর সর্বাত্মক সহযোগিতা করারও আশ্বাস দেন মো. নজিবুর রহমান। তিনি বলেন, ‘বাংলাদেশে জুয়েলারি শিল্প অর্থনীতি ও রাজস্ব আদায়ে গুরুত্বপূর্ণ খাত।’

জুয়েলারি সমিতির প্রতিনিধিদের আশ্বস্ত করে এনবিআর চেয়ারম্যান বলেন, ‘সোনা ব্যবসায়ীদের জন্য এনবিআর একটি নীতিমালা করছে। সোনা ব্যবসার আড়ালে যাতে কালো টাকার লেনদেন না হয়- সেদিকে ব্যবসায়ীদের নজর রাখাতে হবে।’

এর আগে স্বর্ণ আমদানির ক্ষেত্রে একটি নীতিমালা ও স্বর্ণ ব্যবসায়ীদের অহেতুক হয়রানি বন্ধ করতে এনবিআরের প্রতি অনুরোধ জানান বাজুস প্রতিনিধিরা।

/জিএম/এসএনএইচ/