রাজস্ব আদায়ে ঘাটতি হতে পারে ৪৩ থেকে ৫৫ হাজার কোটি টাকা

সিপিডির সংবাদ সম্মেলনভ্যাট আইন কার্যকর না হওয়া ও সামগ্রিক প্রেক্ষাপটে চলতি অর্থবছরে ৪৩ থেকে ৫৫ হাজার কোটি টাকা রাজস্ব আদায়ে ঘাটতি হতে পারে বলে মনে করছে সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)। সোমবার (১০ জুলাই) মহাখালীর ব্র্যাক সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ আশঙ্কার কথা বলেন সিপিডির সম্মানিত বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য।
সংবাদ সম্মেলনে দেবপ্রিয় বলেন, ‘ভ্যাট আইন কার্যকর না হওয়ায় রাজস্ব আদায়ে ঘাটতি হবে। আর নির্বাচনি ডামাডোলে যেন ভ্যাট আইনের প্রস্তুতি হারিয়ে না যায়।’ আইন সংস্কারে রাজনৈতিক সদিচ্ছা না থাকায় ব্যাংকে লুটপাট হচ্ছে বলেও এসময় মন্তব্য করেন তিনি। একইসঙ্গে চালের ওপর আমদামি শুল্ক পুরোপুরি তুলে দেওয়ার আহ্বানও জানান দেবপ্রিয় ভট্টাচার্য।
সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুনের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গবেষক তৌফিকুল ইসলাম খান। এসময় উপস্থিত ছিলেন সিপিডির সম্মানীয় ফেলো ড. মোস্তাফিজুর রহমান, পরিচালক খোন্দকার গোলাম মোয়াজ্জেম, আনিসাতুল ফাতেমা ইউসুফ প্রমুখ।

আরও পড়ুন-

নতুন চালান না আসার অজুহাতে কমেনি চালের দাম

মহাসড়কের দু’পাশে হবে শিল্প করিডোর: বিডা চেয়ারম্যান

/জিএম/টিআর/