বাধ্যতামূলক হলো ৯ ডিজিটের শনাক্তকরণ নম্বর

এনবিআরঅনলাইনে ৯ ডিজিটের ইলেকট্রনিক ব্যবসায়িক শনাক্তকরণ নম্বর (ই-বিআইএন) বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।  বৃহস্পতিবার (২৭ জুলাই) এনবিআর এ সংক্রান্ত একটি গণ বিজ্ঞপ্তি জারি করে।

নিবন্ধন গ্রহণের প্রক্রিয়াকে স্বচ্ছ, দ্রুততর ও হয়রানিমুক্ত করার লক্ষ্যেই মূলত অনলাইন নিবন্ধন ব্যবস্থা চালু করা হয়। অনলাইনে ভ্যাট নিবন্ধন প্রক্রিয়া চালু রাখার ফলে ২০১৮ সালের জানুয়ারি থেকে অনলাইনে ভ্যাট নিবন্ধন (ই-বিআইএন) ছাড়া ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করা যাবে না। অর্থাৎ আগামী ৩১ ডিসেম্বরের পর ১১ ডিজিটের বিআইএন বাতিল হয়ে যাবে।

এর আগে ২০১৭ সালের ২৩ মার্চ অনলাইনভিত্তিক ভ্যাট ব্যবস্থায় নিবন্ধন কার্যক্রমের শুভ সূচনা হয়। বিদ্যমান সনাতনী ভ্যাট ব্যবস্থায় প্রায় সাড়ে ৮ লাখ প্রতিষ্ঠানের বিআইএন নম্বর রয়েছে। অথচ প্রতি মাসে মাত্র ৩৭ হাজার করদাতা নিয়মিত দাখিলপত্র (রিটার্ন) প্রদান করছেন।

 /জিএম/এনআই/