কোরবানিতে নিত্য পণ্যের দাম বাড়বে না: বাণিজ্যমন্ত্রী



বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ (ফাইল ফটো)আসন্ন কোরবানি ঈদকে সামনে রেখে নিত্য প্রায়োজনীয় পণ্যের দাম বাড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বুধবার সকালে সচিবালয়ে ঢাকায় নিযুক্ত জাপানের  নতুন রাষ্ট্রদূত মাসাতো ওয়াটানাবে বাণিজ্যমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ করেন। পরে সাংবাদিকদের এসব তথ্য জানান তোফায়েল আহমেদ।

দুইদিনের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে ২০ টাকা বাড়ার কারণ জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘এটা সাময়িক, দাম দ্রুত কমে যাবে।’

চালের দাম বাড়ার বিষয়ে তিনি বলেন, ‘চালের দাম কিন্তু কমেছে।’

এ সময় সাংবাদিকরা বলেন, ‘চালের দাম কেজিপ্রতি ১০ টাকা বাড়লেও কমেছে মাত্র এক টাকা।’

তখন বাণিজ্য সচিব সুভাশিষ বোস বলেন, ‘বাজারে চালের দাম কমেছে চার টাকা। তবে খুচরা বাজারে একেক ধরনের পণ্যের দাম একেক ধরনের। তাই সব মনিটরিং করা কষ্টসাধ্য।’
কোরবানিকে সামনে রেখে বাণিজ্যমন্ত্রণালয়ের ১৪টি মনিটরিং কমিটি মাঠে নামবে কিনা? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘কমিটি সম্পর্কে আমি অবহিত না। তবে থাকলে নামানো যায় কিনা দেখা হবে।’

জাপানের নতুন রাষ্ট্রদূত সম্পর্কে তোফায়েল আহমেদ বলেন, ‘তিনি নতুন এসেছেন। কাজ শুরু করেছেন। এটা তার প্রথম সাক্ষাৎ। জাপান আমাদের পুরাতন বন্ধু। তারা চাইলে সে দেশের ব্যবসায়ীদের জন্য একটি স্পেশাল ইকোনোমিক জোন দেওয়া হবে।’

জাপান তৈরি পোশাক খাতে বিনিয়োগ করতে পারবে কিনা- প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তারা স্পেশাল ইকোনোমিক জোনে পোশাক খাতে বিনিয়োগ করতে পারবে।’

/এসআই/এসএনএইচ/