গত অর্থবছরে এলটিইউ ভ্যাট আদায় হয়েছে ৩৬ হাজার কোটি টাকা

সেগুনবাগিচায় এলটিইউ’র অনুষ্ঠানগত ২০১৬-১৭ অর্থবছরে বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ) ভ্যাট আদায় হয়েছে ৩৬ হাজার ১৭৩ কোটি টাকা। আগের অর্থবছরের তুলনায় এর প্রবৃদ্ধি ২১ দশমিক ৫৯ শতাংশ। বড় বড় শিল্প উদ্যোক্তা ও ব্যবসায়ীরা এই ইউনিট (এলটিইউ) এ ভ্যাট দিয়ে থাকেন। বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় এলটিইউ’র সম্মেলনকক্ষে ২০১৬-১৭ অর্থবছরের লক্ষ্যমাত্রা অর্জন, গণমাধ্যম কর্মীদের সম্মাননা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে এই তথ্য তুলে ধরেন এলটিইউ কমিশনার মো. মতিউর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআই) সভাপতি শেখ কবির হোসেন। এতে উপস্থিত ছিলেন দৈনিক সমকালের উপ-সম্পাদক আবু সাঈদ খান।
কমিশনার মো. মতিউর রহমান জানান, এলটিইউয়ের বেশকিছু সীমাবদ্ধতা থাকার পরও সবার সহযোগিতায় ২০১৬-১৭ অর্থবছর ৩৬ হাজার ১৭৩ কোটি টাকার ভ্যাট আহরণ সম্ভব হয়েছে। বিদায়ী অর্থবছরে এলটিইউ লক্ষ্যমাত্রার চেয়ে ৭৯৯ কোটি টাকা বেশি আদায় হয়েছে। আর প্রবৃদ্ধি হয়েছে ২১.৫৯ শতাংশ। এটি এলটিইউয়ের ইতিহাসে সর্বোচ্চ প্রবৃদ্ধি বলে জানান তিনি। গণমাধ্যমকর্মীরা বিশাল এ লক্ষ্যমাত্রা অর্জনে সহায়ক ভূমিকা পালন করায় ধন্যবাদ জানান তিনি। তিনি বলেন, ২০১৫-১৬ অর্থবছর এলটিইউ ৩০ হাজার ৪১৭ কোটি ২১ লাখ টাকার ভ্যাট আদায় হয়েছিল।
করদাতাদের সর্বোচ্চ সেবা দেওয়ার অঙ্গীকার করে কমিশনার বলেন, ‘‘দুনীর্তিকে না, সেবাকে হ্যাঁ’— এটাই হবে এলটিইউয়ের স্লোগান। আমরা মুখের কথায় নয়, কাজে বিশ্বাসী।’
অনুষ্ঠানে শেখ কবির হোসেন বলেন, ‘ভ্যাট, ট্যাক্সের আইন এমনভাবে করতে হবে যেন সবাই কর দিতে পারে। কর আদায় না হলে সরকার চলবে কিভাবে। সঠিকভাবে কর দিলে আমাদের কারও কাছে হাত পাততে হবে না।’
অনুষ্ঠানে ২০১৬-১৭ অর্থবছরে এলটিইউ ভ্যাটের রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে বিশেষ অবদান রাখায় সাত গণমাধ্যমকর্মীকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠান শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া করা হয়।
/জিএম/টিআর/