স্বর্ণপদক পেলো বেঞ্চমার্ক পিআর

বেঞ্চমার্ক পিআর পেয়েছে স্বর্ণপদকবাংলাদেশ ব্রান্ড ফোরাম আয়োজিত কমওয়ার্ড ২০১৭-এর নতুন ক্যাটাগরি ‘পিআর’-এ স্বর্ণ পদক পেয়েছে বেঞ্চমার্ক পিআর। ঢাকায় উবারের সেবা চালুর লক্ষ্যে জনসংযোগ কার্যক্রমের জন্য এ পুরষ্কার পেয়েছে প্রতিষ্ঠানটি। ১৯ আগস্ট এক অনুষ্ঠানে এ পদক দেওয়া হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বেঞ্চমার্ক পিআর।
এ প্রসঙ্গে বেঞ্চমার্ক পিআর-এর প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং ডিরেক্টর আশরাফ কায়সার বলেন, “আলোচনা সূচনাকারী একটি প্ল্যাটফর্ম হিসেবে আমরা বিশ্বাস করি যে, অংশীজন, ব্যবসায়ী প্রতিষ্ঠান, মিডিয়া ও নীতি নির্ধারকেরা একইসঙ্গে আলোচনায় অংশগ্রহণ করে একটি সংহত ও আলোকিত সমাজ গঠন করতে পারে। আমরা কনটেন্ট ও সম্পাদকীয় দৃষ্টিভঙ্গি ব্যবহারের মাধ্যমে স্টেকহোল্ডার ও মিডিয়ার মধ্যে সম্পর্ক স্থাপন করে বিভিন্ন ব্রান্ড, কর্পোরেট ও উদ্দেশ্যকে অধিকতর কার্যকরভাবে তা উপস্থাপন করি।
প্রসঙ্গত, বেঞ্চমার্ক গ্রুপের একটি সমন্বিত যোগাযোগের প্ল্যাটফর্ম হিসেবে বেঞ্চমার্ক পিআর আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন প্রতিষ্ঠানকে যোগাযোগ সৃষ্টির কৌশলগত সমাধান প্রদান করে আসছে।
/সিএ/টিএন/