৭৩টি সৃজনশীল বাণিজ্যিক ক্যাম্পেইন পুরস্কৃত

Commward 2017 Winnerমেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সৌজন্যে সপ্তম কমওয়ার্ডে ১৭টি ক্যাটাগরিতে মোট ৭৩টি সৃজনশীল বানিজ্যিক যোগাযোগ এবং বিজ্ঞাপন ক্যাম্পেইনকে পুরস্কৃত করা হয়েছে। সম্প্রতি ঢাকার লা মেরিডিয়ান হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানের বিজয়ী বিজ্ঞাপন ও বিপণন সংস্থা এবং প্রোডাকশন হাউজগুলোকে এ স্বীকৃতি দেওয়া হয়।

কানস লায়ন্সের সঙ্গে অংশীদারিত্বে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম ২০০৯ সাল থেকে এ পুরস্কার দিয়ে আসছে।

এ বছর কমওয়ার্ডের মনোনয়ন হিসেবে বিজ্ঞাপন সংস্থা, প্রোডাকশন হাউজ এবং বিভিন্ন সংস্থার সৃজনশীল বিভাগ মিলিয়ে মোট ৪৩ টি প্রতিষ্ঠান থেকে সর্বমোট ৩৫৫টি বিজ্ঞাপন জমা পড়ে। শীর্ষস্থানীয় বিজ্ঞাপন-বিপণন ও সৃজনশীল যোগাযোগ বিশেষজ্ঞগণের সমন্বয়ে গঠিত একটি বিচারক প্যানেল দিনব্যাপী এক সেশনের মাধ্যমে বিজয়ী ক্যাম্পেইনগুলোকে নির্বাচিত করেন। ১৭টি ক্যাম্পেইন গ্র্যান্ড প্রি, ৩টি ক্যাম্পেইন গোল্ড এবং ১৯টি ক্যাম্পেইন সিলভার পুরস্কার লাভ করে।

এবার কমওয়ার্ডে সর্বাধিক পুরস্কার পেয়েছে- ‘গ্রামীণফোন একাত্তরের কথা’ বিজ্ঞাপন ক্যাম্পেইন। এটি বেস্ট ইউজ অব আইডিয়া তে গ্র্যান্ড প্রি, আরডিসি তে গোল্ড এবং ডিরেকশন ফর টিভিসি ভিডিওতে গোল্ড পুরষ্কার লাভ করেছে। এছাড়া ইন্টিগ্রেটেড ক্যাম্পেইন ক্যাটাগরিতে  এশিয়াটিক মাইন্ডশেয়ার/এশিয়াটিক থ্রিসিক্সটি এর ‘গ্রামীণফোন সপ্ন যাবে বাড়ি’ ক্যাম্পেইনটি গ্র্যান্ড প্রি পুরস্কার পেয়েছে।

/এসএনএইচ/