তিন দিনব্যাপী গৃহায়ণ ও অর্থায়ন মেলা শুরু ১৯ অক্টোবর

বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনআগামী ১৯ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে গৃহায়ণ ও অর্থায়ন মেলা- ২০১৭। তিন দিনব্যাপী এ মেলা চলবে ২১ অক্টোবর পর্যন্ত। বুধবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন (বিএইচবিএফসি) ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক দেবাশীষ চক্রবর্তী।
তিনি জানান, রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে অনুষ্ঠিতব্য এ মেলায় দেশি-বিদেশি ৮২টি স্টল বরাদ্দ দেওয়া হবে। এখানে গৃহনির্মাণে আধুনিক প্রযুক্তিসম্পন্ন বিদেশি কোম্পানিকেও আমন্ত্রণ জানানো হয়েছে। রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এ মেলা আয়োজনে সার্বিক সহায়তা করবে।
এ সময় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৯ অক্টোবর প্রথমদিন এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম এ মান্নান, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব ইউনুসুর রহমানসহ গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, রিহ্যাবের প্রেসিডেন্ট, রাজউকের চেয়ারম্যান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। 
দেবাশীষ চক্রবর্তী সংবাদ সম্মেলনে জানান, এবারের মেলায় দেশে গৃহনির্মাণ খাতে ঋণদানকারী প্রতিষ্ঠান ছাড়াও গৃহনির্মাণে সহায়ক প্রতিষ্ঠানেরও স্টল থাকবে। এবারের মেলায় মাত্র তিনমাসে টেকসই বহুতল ভবন নির্মাণে সক্ষম আধুনিক প্রযুক্তি সম্পন্ন মালয়েশিয়ান প্রতিষ্ঠান ‘কটোকো’ অংশ নেবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দেবাশীষ চক্রবর্তী বলেন, ‘মালয়েশিয়ান কোম্পানির কাছ থেকে আমরা তাদের কনসেপ্ট সম্পর্কে জানবো। তাদের প্রযুক্তি টেকসই ও গ্রহণযোগ্য হলে পরবর্তীতে আমরা সেই প্রযুক্তি গ্রহণ করবো।’
তিনি বলেন, ‘রিহ্যাবের সদস্য ছাড়া হাউজ বিল্ডিং ঋণ পাওয়া যাবে না। বর্তমানে রিহ্যাবের সদস্য সংখ্যা ১ হাজার ২০০। এর বাইরেও প্রায় ১ হাজার ৫০০ প্রতিষ্ঠান আবাসন খাতে কাজ করছে। হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন শুধু ঢাকা বা চট্টগ্রামেই নয়, দেশের উপজেলা পর্যন্ত এর কার্যক্রম ছড়িয়ে দেওয়ার কাজ করছে।’ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন আইডিবির কাছ থেকে মাত্র ৩ শতাংশ সুদ হারে ৮০০ কোটি টাকার তহবিল পেয়েছে বলেও জানান তিনি।