দুধ উৎপাদনে ঋণ বিতরণ কার্যক্রম ফের জোরদারের নির্দেশ

বাংলাদেশ ব্যাংকদেশকে দুধে স্বয়ংসম্পূর্ণ করতে পুনঃঅর্থায়ন কর্মসূচির আওতায় ৫ শতাংশ রেয়াতি সুদ হারে ঋণ প্রদান কার্যক্রম জোরদার করতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে আবারও নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (২৪ আগস্ট) কৃষি ঋণ বিভাগের উপ-মহাব্যবস্থাপক দীনময় রোয়াজার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নির্দেশ দেওয়া হয়েছে।
পুনঃঅর্থায়ন কর্মসূচির আওতায় সব রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক, বিশেষায়িত, আইএফআইসি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, আইডিএলসি ফাইন্যান্স, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক ও কর্মসংস্থান ব্যাংককে এই নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে অবিতরণকৃত সব অর্থ গ্রাহক পর্যায়ে বিতরণ করতে হবে। এছাড়া, ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহ গ্রাহক পর্যায়ে ৩০ মাস মেয়াদে ঋণ বিতরণ করা যাবে। বাংলাদেশ ব্যাংক থেকে পুনঃঅর্থায়ন সুবিধাও ৩০ মাস মেয়াদে প্রযোজ্য হবে।
এর আগে গত এপ্রিল মাসে জারি করা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, পুষ্টি ঘাটতি পূরণে দুধের ব্যাপক চাহিদা থাকলেও দেশে উৎপাদিত দুধ চাহিদার তুলনায় অপ্রতুল। ফলে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা খরচ করে দুধ আমদানি করতে হয়। দেশকে দুধে স্বয়ংসম্পূর্ণ করার লক্ষ্যে পুনঃঅর্থায়ন কর্মসূচির আওতায় দুধ উৎপাদন ও কৃত্রিম প্রজনন খাতে ঋণ প্রবাহ ব্যাপকভাবে বৃদ্ধির পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
নির্দেশনা বলা হয়েছে, আগামীতে ব্যাংকগুলোর প্রতিটি শাখাকে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে। এ ঋণের আওতায় অংশগ্রহণকারী সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে প্রাণিসম্পদ অধিদফতরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সহায়তায় প্রকৃত খামারিদের কাছে ঋণ বিতরণ কার্যক্রম জোরদার করতে হবে। ঋণ বিতরণের পর প্রাণিসম্পদ কার্যালয়ে মাসিক বিবরণী পাঠানোর নির্দেশও দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
আরও পড়ুন-

ব্রিটিশ আমলের দু’টি পদ ফিরে পাচ্ছে এনবিআর

‘টেকসই উন্নয়নে বাংলাদেশ ব্যাংকে তহবিল গঠন জরুরি’