বোনাস জটিলতায় বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ

বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভবোনাস দেওয়াকে কেন্দ্র করে ফুঁসে উঠেছেন বাংলাদেশ ব্যাংকের সাধারণ কর্মকর্তা-কর্মচারীরা। সোমবার দুপুরে রাজধানীর মতিঝিলে ব্যাংলাদেশ ব্যাংক ভবনের নিচে বিক্ষোভ করেন তারা।

জানা গেছে, দীর্ঘদিন ধরে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা মূল বেতনের সমান টাকা বোনাস পেতেন। নতুন বেতন স্কেল অনুযায়ীও মূল বেতনের সমান বোনাস পাওয়ার কথা। কিন্তু বর্তমান গভর্নর দায়িত্ব নেওয়ার পর পুরাতন বেতন স্কেল অনুযায়ী (২০১৫ বেতন স্কেল) বোনাস দেওয়ার সিদ্ধান্ত নেয় ব্যাংকের পরিচালনা পর্ষদ। ফলে কর্মকর্তাদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।

সোমবার বেলা ১১টার দিকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সংগঠন ব্যাংকার্স কাউন্সিল, কর্মচারিদের সংগঠন সিবিএসহ বিভিন্ন সংগঠনের নেতারা গভর্নরের সঙ্গে বোনাসের বিষয়ে আলোচনা করতে দেখা করতে যান। আলোচনায় গভর্নর জানান, বিষয়টি ভেবে দেখা হবে। এ বিষয়ে অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে।

বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভএ সময় গভর্নর কর্মকর্তা-কর্মচারী নেতাদের অর্থমন্ত্রীর বৈঠকে উপস্থিত থাকার কথা জানান। কিন্তু তারা এটা মানতে রাজি ছিলেন না। পরে ব্যাংকের ৩০ তলা ভবনের নিচে অবস্থান নেন কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় সাধারণ কর্মকর্তা-কর্মচারীরা বিভিন্ন স্লোগান দেন এবং নেতাদের সঙ্গে আবারও গভর্নরের কাছে যাওয়ার অনুরোধ জানান। কিন্তু কাউন্সিল নেতারা জানান, এ বিষয়ে জরুরি মিটিং করে সিদ্ধান্ত নেওয়া হবে। আর নতুন বেতন স্কেল অনুযায়ী বোনাস না দিলে আন্দোলন শুরু করা হবে।
জানা গেছে, বিকালে বাংলাদেশ ব্যাংক ভবনে গভর্নরের সঙ্গে বৈঠক করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এর আগে কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ ভালোভাবে নিচ্ছে না ব্যাংক কর্তৃপক্ষ। তাই বিক্ষোভকারীদের শান্ত রাখতে বিভিন্ন ধরনের তদবির করছেন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য দেন- বাংলাদেশ ব্যাংক অফির্সাস ওয়েল ফেয়ার কাউন্সিলের সভাপতি এএইচ দেলোয়ার হোসেন, সেক্রেটারি ইস্তেকমাল হোসেন, অফির্সাস কাউন্সিলের নেতা ও বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক নওসাদ মোস্তফা প্রমুখ।