১৭ পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার নিশ্চিতের দাবি

 

পাটের বস্তা (ছবি: সংগৃহীত)স্থানীয়ভাবে উৎপাদিত ১৭ পণ্যে পাটের মোড়ক বাধ্যতামূলক ব্যবহার নিশ্চিতের দাবি জানিয়েছে বাংলাদেশ জুট গুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজেজিইএ)। একইসঙ্গে জাতীয় স্বার্থে পলিথিন ও পিপি ব্যাগের মতো ক্ষতিকর পণ্যের ব্যবহার হ্রাস করে পরিবেশকে রক্ষারও দাবি জানানো হয়েছে। মঙ্গলবার(২৬ সেপ্টেম্বর) অ্যাসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবি জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের ঐকান্তিক ইচ্ছা ও পাট মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আই, ২০১০’  ও ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার বিধিমালা ২০১৩’ প্রণয়ন করা হয়, যা সফলভাবে বাস্তাবায়ন এগিয়ে যাচ্ছে।  সম্প্রতি চালের মূল্য বৃদ্ধি পাওয়ায় সরকার জরুরি ভিত্তিতে একমাত্র আমদানিকৃত চালের ক্ষেত্রে পিপি ব্যাগ ব্যবহার ৩ মাসের জন্য শিথিল করেছে সরকার। চালে পাটের বস্তা ব্যবহার নিয়ে কিছু অসাধু ব্যবসায়ী বিগত ১৯ সেপ্টেম্বর মন্ত্রীদের ভুল বুঝিয়েছেন বলে আমাদের প্রতীয়মান হয়। তাই আমাদের দাবি, জাতীয় স্বার্থে পলিথিন ও পিপি ব্যাগের মতো ক্ষতিকারক পণ্যের হাত থেকে পরিবেশকে রক্ষা করা, পাট চাষীদের পাটের ন্যায্যমূল্য প্রাপ্তির জন্য স্থানীয়ভাবে উৎপাদিত চালসহ মোট ১৭টি পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক  করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

উল্লেখ্য, ধান, চাল, গম, ভুট্টা, সার ও চিনি সংরক্ষণ ও পরিবহনে বাধ্যতামূলকভাবে পাটের ব্যাগ ব্যবহারের নির্দেশ দিয়ে ২০১৫ সালের ১৭ ডিসেম্বর আদেশ জারি করে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। ছয়টি পণ্যে পাটের  মোড়কের ব্যবহার বাধ্যতামূলক করে ২০১৫ সালের ৩০ নভেম্বর থেকে সপ্তাহব্যাপী সারা দেশে বিশেষ অভিযান চলে। এ সময় ১ হাজার ৬০৮টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ কোটি ৫১ লাখ টাকা জরিমানা ও ২ জনকে জেল দেওয়া হয়। এরপর গত ২১ জানুয়ারি পেঁয়াজ, আদা, রসুন, ডাল, আলু, আটা, ময়দা, মরিচ, হলুদ, ধনিয়া এবং তুষ-খুদ-কুড়ার মোড়ক হিসেবে পাটের মোড়ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়।

‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন’ অনুযায়ী সরকার নির্ধারিত পণ্যে বাধ্যতামূলকভাবে পাটের মোড়ক ব্যবহার না করলে সর্বোচ্চ এক বছর কারাদণ্ড বা সর্বোচ্চ ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ড হবে। একই অপরাধ আবার করলে সাজা হবে সর্বোচ্চ দণ্ডের দ্বিগুণ।

প্রসঙ্গত, সম্প্রতি চাল আমদানিতে পাটের বস্তা ব্যবহারের সরকারি বাধ্যবাধকতা তিন মাসের জন্য শিথিল করে প্রজ্ঞাপন জারি করা হয়। তবে এতে দেশের চাল বাজারজাত করতে পাটে বস্তা ব্যবহার বাধ্যতামূলক থাকবে বলেও উল্লেখ করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত চাল আমদানিতে পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের (পিপি) ব্যাগ ব্যবহার করতে পারবেন আমদানিকারকরা।