বিএনপি ছোট মন নিয়ে রাজনীতি করছে: তোফায়েল আহমেদ

অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদবিএনপি ছোট মন নিয়ে রাজনীতি করছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, ‘ছোট মন নিয়ে রাজনীতি হয় না, রাজনীতি করতে হলে মন বড় করতে হয়। রোহিঙ্গা ইস্যুতে বিএনপি ছোট মনের পরিচয় দিয়েছে। রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রীর পদক্ষেপ জাতিসংঘসহ বিশ্বে প্রশংসিত হয়েছে। কিন্তু বিএনপি তার সমালোচনা করেছে।’

সোমবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে শিল্পমন্ত্রণালয়াধীন ন্যাশনাল প্রডাকটিভিটি অরগানাইজেশন (এনপিও)। শিল্প সচিব মোহাম্মদ আব্দুল্লাহর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন- এফবিসিসিআই’র সভাপ শফিউল ইসলাম মিহউদ্দিনসহ ব্যবসায়ী প্রতিনিধিরা।

তোফায়েল আহমেদ বলেন, এখন বাংলাদেশে রোহিঙ্গা সংকটই সবচেয়ে বড় সমস্যা। মানবিক কারণেই রোহিঙ্গা মুসলিম ও হিন্দুদের আমরা আশ্রয় দিয়েছি। এবারের পাঁচ লাখসহ মোট ৯ লাখ রোহিঙ্গা আমাদের দেশে আশ্রয় নিয়েছে। ১৯৭১ সালে আমরা ভারতে যেভাবে আশ্রয় নিয়েছিলাম। আমরা জানি আশ্রয়হীন মানুষ কত কষ্টে জীবনযাপন করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদের পাশে দাঁড়ালেও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এখনও তাদের কাছেই যাননি। তিনি এখনও লন্ডনে বসে আছেন।’

তিনি আরও বলেন, ‘‘বিএনপির উচিৎ ছিল রোহিঙ্গা ইস্যুতে অন্তত প্রধানমন্ত্রীর প্রশংসা করা। কারণ তার এ ভূমিকাকে বিশ্বের পত্র পত্রিকাগুলো তাকে ‘নায়ক’ হিসেবে উল্লেখ করছে।’’

আরও পড়ুন:
মিয়ানমারের মন্ত্রীর সঙ্গে বৈঠকে গুরুত্ব পাবে রোহিঙ্গা ফেরতসহ দুই ইস্যু
অনিশ্চয়তার মুখে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দফতরিদের সরকারিকরণের দাবি